মাবিয়াদের জিমে জিমি-আশরাফুলরা
সেপ্টেম্বরে চীনের হাংজুতে এশিয়ান গেমস। বাংলাদেশ ১৭ টি ডিসিপ্লিনে অংশ নেবে। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ এই গেমসের জন্য প্রস্তুতি গ্রহণ করছে অ্যাথলিটরা।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ হকি দল কোরিয়ান কোচের অধীনে অনুশীলন করছে। খেলোয়াড়দের ফিটনেসের জন্য কোচের চাহিদা জিম। হকি ফেডারেশনের নিজস্ব জিম নেই। তাই বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের বিভিন্ন ফেডারেশনের ও ফুটবল ফেডারেশনের জিম পরিদর্শন করেন হকি কোচ। সব জিমের মধ্যে ভারোত্তোলন ফেডারেশনের জিম পছন্দ হয়েছে কোরিয়ান কোচের।
গত মঙ্গলবার থেকে মাবিয়াদের জিম ব্যবহার করছেন জিমি আশরাফুলরা। সপ্তাহে তিন দিন এক ঘন্টা করে জিম করবেন জিমিরা৷ ভারোত্তোলন ফেডারেশনের অনুশীলনের জায়গার সংকট। সীমাবদ্ধতার মধ্যেই হকি ফেডারেশনকে সুযোগ দিয়েছে ভারোত্তোলন ফেডারেশন, ‘এশিয়ান গেমসের জন্য আমাদের ভারত্তোলকরাও অনুশীলন করে। আমাদের সঙ্গে সমন্বয় করে হকি ফেডারেশন সপ্তাহে তিন দিন এক ঘন্টার জন্য জিম ব্যবহার করবে’-বলেন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ।
ভারোত্তোলনের জিমনেশিয়াম খুব স্বল্প জায়গা। তাই পর্যায়ক্রমে চার জন করে খেলোয়াড় জিম করেন। জিম ব্যবহারের সুযোগ দেওয়ায় বাংলাদেশ হকি ফেডারেশন ভারোত্তোলন ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে। অন্যদিকে এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বক্সাররা হকি স্টেডিয়ামের টার্ফে রানিং করছে।
এজেড/এফআই