জ্যোতিদের প্রশংসায় পঞ্চমুখ জেমিমা
সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ নারী দলকে বড় রানের ব্যবধানে হারিয়েছে ভারতীয় নারী দল। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পর এদিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতের মেয়েরা। সেইসাথে ইনিংসের শেষ দিকে কার্যকরী বোলিং দিয়ে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে সফরকারীরা।
মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে সিরিজের ২য় ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনে নেতৃত্ব দিয়েছেন জেমিমা রদ্রিগেজ। ব্যাট হাতে রীতিমতো আলো ছড়িয়েছেন তিনি। ভারতীয় নারী এই ব্যাটারের উইলো থেকে আসে ৮৬ রান। ম্যাচ সেরার পুরস্কারও গিয়েছে তারই ঝুলিতে। জয়ের পর সংবাদ সম্মেলনে এসে জেমিমা জানালেন, এতদিন রান না পাওয়ায় কাজ করছিল হতাশা।
জেমিমা বলছিলেন, ‘আমার রাগ ছিল না। আমার হতাশা কাজ করছিল, কারণ আমি জানতাম আমি দলের জন্য কী করতে পারি। আমি মুম্বাইয়ে খেলেছি। মুম্বাইয়ের কন্ডিশন মন্থর। আমার দলে কেউ যদি এমন কন্ডিশনের সঙ্গে পরিচিত থাকে সেটা হলাম আমি। দলের জন্য দায়িত্ব না নিতে পেরে আমার মধ্যে ক্ষোভ কাজ করছিল।’
‘আজও আমার বড় রানের প্রতি মনোযোগ ছিল না। আমি শুধু হারমানপ্রীতকে বলেছি আমাদের একটি জুটি গড়া প্রয়োজন। আমরা খেলছি, আমরা জুটি গড়েছি এবং আমাদের দল জিতেছে। আমি মনে করি এটা আমাকে চাপ (রান করতে হবে) থেকে মুক্ত হতে সাহায্য করেছে।’- যোগ করেন জেমিমা।
ম্যাচ জয়ের পর অবশ্য বাংলাদেশি বোলারদের নিয়ে করেছেন ভূয়সী প্রশংসা করেছেন এই ব্যাটার, ‘আমার মনে হয় পুরো সিরিজে বাংলাদেশ যেভাবে বোলিং ও ফিল্ডিং করেছে সেটা অসাধারণ। তারা আমাদের একটুও ছাড় দেয়নি।’
নিজ দলের এমন দাপুটে জয়ের ব্যাপারে জেমিমা বলেন, ‘আপনারা জানেন আমরা বাঁচা মরার লড়াইয়ে ছিলাম। আমরা জানি ক্রিকেট কেমন। সবাই এখানে জিততে এসেছি। আমরা সব সময় চিন্তা করেছি, কিভাবে ডমিনেট করা যায় এবং নিশ্চিত করেছি বোলিং আধিপত্য দেখিয়ে। তাই, যদি ওদের বোলিং নিয়ে কথা কথা বলি, দারুণ বোলিং করেছে। সঙ্গে আবহাওয়া ওদেরকে দারুণ সমর্থন দিয়েছে। এই বিষয়টা মাথায় রাখলে, আমরা ভালো বোলিং করেছি।’
এসএইচ/জেএ