প্রথম ডাবল সেঞ্চুরিতে শাকিলের রেকর্ড
আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র ষষ্ঠ টেস্ট খেলতে নেমেছিলেন সৌদ শাকিল। এর আগের পাঁচ টেস্টে তিনি এক সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছিলেন ৫টি। ফলে সাদা পোশাকে যে শাকিল ইতিহাস গড়তে এসেছেন সেই ইঙ্গিতই দিয়েছিলেন তিনি। ২৭ বছর বয়সী এই ব্যাটার আগের সেঞ্চুরি পেয়েছিলেন ঘরের মাটিতে। এবার প্রথমবারের মতো দেশের বাইরেও ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। পরবর্তীতে সেই ফিগারকে দ্বিশতকে পরিণত করেছেন তিনি। যা পাকিস্তানি ব্যাটার হিসেবে শ্রীলঙ্কার মাটিতে প্রথম।
তার ইনিংসটি শেষ হয়েছে ২০৮ রানে, তবে লঙ্কান বোলাররা তাকে আউট করতে সক্ষম হননি। অপরাজিত এই ব্যাটারের আগে লঙ্কানদের মাটিতে টেস্টে পাকিস্তানি ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৯৬। মোহাম্মদ হাফিজ সেবার ডাবল সেঞ্চুরির চেয়ে ৪ রান দূরত্বে থেকে ফেরেন, তার আগে সে দেশে ইউনুস খান করেছিলেন ১৭৭ রান।
— ICC (@ICC) July 18, 2023
গল টেস্টে পরে ব্যাট করতে নেমে সফরকারী দলটির ব্যাটিংয়ের শুরুটা ছিল শোচনীয়। সালমান আগাকে সঙ্গে নিয়ে এরপর দলের দায়িত্ব কাঁধে তুলে নেন শাকিল। এরপর দুজনে মিলে পাকিস্তানের ক্রিকেটে দ্রুততম ১৭৭ রানের রেকর্ড গড়েন। এখন পর্যন্ত টেস্টে ১১টি ইনিংস খেলা শাকিল করেছেন ৭৮৮ রান। যা সমান সংখ্যক ইনিংসে কোনো পাকিস্তানি ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ১১ ইনিংসে আব্দুল্লাহ শফিক ৭২০ এবং কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াদাদ ৬৫৪ রান করেছিলেন। ছোট ক্যারিয়ারের ব্যাটিংয়ে সিনিয়র দুজনকেই ছাড়িয়ে গেছেন শাকিল।
আরও পড়ুন >> দুই দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ
এছাড়া বাঁ-হাতি এই ব্যাটার দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম অ্যাওয়ে সিরিজে দ্বিশতকের দেখা পেয়েছেন। এর আগে ১৯৭১ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম ওই কীর্তি গড়েছিলেন জহির আব্বাস। টেস্টে পাকিস্তানের ২৩তম ব্যাটার হিসেবে শাকিল ডাবল সেঞ্চুরি করেছেন।
গল টেস্টের তৃতীয় দিন শেষের আগমুহূর্তে পাকিস্তান ৪৬১ রানে অলআউট হয়ে যায়। যেখানে তাদের লিড দাঁড়িয়েছে ১৪৯ রানের। এদিন পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে শ্রীলঙ্কার ফিল্ডারদের বিরক্তি বাড়িয়েছেন শাকিল। পেসার নাসিম শাহকে নিয়ে নবম উইকেটে ২৪৩ বলে ৯৪ রানের জুটি গড়েন শাকিল। এই জুটিতে শাকিলের অবদান ১৬৫ বলে ৭০, আর নাসিম ৭৮ বলে ৬ রানের মহামূল্যবান ইনিংস খেলেন।
— Saud Shakeel (@Saudshak1) July 18, 2023
আবরার আহমেদের সঙ্গে দশম উইকেটেও ২৭ বলে ২১ রানের জুটি গড়েন এই তরুণ। ২০২১ সালের ৮ মে আবিদ আলীর পর শাকিলের সৌজন্যে টেস্টে ডাবল সেঞ্চুরি দেখল পাকিস্তান ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচটিতে তিনি ২২১ রানে অপরাজিত ছিলেন। লঙ্কানরাও শেষদিকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছিল। এরপর কোনো উইকেট না হারিয়েই তারা ১৪ রান সংগ্রহ করেছে। পাকিস্তানের রান পেরোতে আরও ১৩৫ রান করতে হবে স্বাগতিকদের। এর আগে তাদের হয়ে ১৩৬ রানে ৫ উইকেট নেন রমেশ মেন্ডিস।
এএইচএস