সুখবর পেলেন জ্যোতি
গত রোববার ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪০ রানে জয় পায় বাংলাদেশ নারী দল। তাতে প্রতিবেশীদের প্রথমবার ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এমন জয়ের পর আরও একটা খুশির সংবাদ পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
সিরিজের প্রথম ওয়ানডেতে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি। তার এমন ইনিংসে দল জেতার পাশাপাশি উন্নতি হয়েছে তার ব্যাক্তিগত র্যাংকিংয়েও। আইসিসির নারী ক্রিকেটারদের ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে চারধাপ এগিয়ে ৩১তম স্থানে ওঠে এসেছেন জ্যোতি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন অধিনায়ক। তার আগে একধাপ এগিয়ে ফারজানা হক আছেন ৩০তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন এই ওপেনারই।
এদিকে বল হাতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন মারুফা আক্তার। তাতে বাংলাদেশের উদীয়মান এই পেসার প্রথমবার সেরা একশতে জায়গা পেয়েছেন। তিনি এগিয়েছেন ৩৩ ধাপ। এছাড়া সুলতানা খাতুন ২৫ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে আছেন।
বোলিংয়ে এখনো বাংলাদেশের সেরা অবস্থানে আছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। ২১তম স্থানে রয়েছেন তিনি। ছয় ধাপ এগিয়ে নাহিদার অবস্থান ২৪তম স্থানে।
এইচজেএস