দল চূড়ান্ত, জানেন না কোচ!
এশিয়ান গেমসের জন্য ১৫ জুলাই ছিল খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার শেষ দিন। বাংলাদেশ এই গেমসে ১৮ টি ডিসিপ্লিনে অংশ নেবে। অন্য সকল ফেডারেশনের মতো বাংলাদেশ হকি ফেডারেশনও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছে। অথচ জাতীয় হকি দলের কোরিয়ান কোচ এই ব্যাপারে কিছুই জানেন না!
আজ বিকেলে অনুশীলনের আগে জাতীয় দলের কোরিয়ান কোচ ইয়াং কু কিম গণমাধ্যমে কথা বলেছেন। সেখানে দল চূড়ান্তের বিষয়টিই ছিল মূল জিজ্ঞাসা। কোরিয়ান কোচ ইংরেজি বুঝেন না, বলতেও পারেন না। তাই দোভাষীর মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছেন। দল চূড়ান্ত প্রসঙ্গে কোচের দোভাষী জানান, 'তিনি এখনো খেলোয়াড়দের দেখছেন। বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন খেলোয়াড়রা।’
কোচ এমনটি বললেও ফেডারেশন চূড়ান্ত তালিকা অলিম্পিক এসোসিয়েশনকে দিয়েছে। এশিয়ান গেমসের হকির চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের। ১৫ জুলাই চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় ছিল। এমন প্রশ্নে কোচ দোভাষীর মাধ্যমে জানিয়েছেন, 'ফেডারেশন তাকে এমন কিছু জানায়নি।’ যেকোনো খেলায় কোচই খেলোয়াড় নির্বাচনে বড় ভূমিকা রাখেন। হকিও এর ব্যতিক্রম নয়। এশিয়ান গেমসের মতো আসরে দল চূড়ান্ত হয়েছে অথচ কোচ জানেনই না বিষয়টি বিস্ময়কর! বাংলাদেশ হকি ফেডারেশনে সিলেকশন কমিটিও দল নির্বাচনে ভূমিকা রাখত। ফেডারেশনের নব নির্বাচিত কমিটি এখনো সাব কমিটি গঠন করতে পারেনি। তাই সাধারণ সম্পাদকই সকল কিছুর তত্ত্বাবধায়ন করছেন।
কোরিয়ান কোচ বাংলাদেশে এসেছেন ২ জুলাই মধ্যরাতে। তার সঙ্গে কাজ করা দেশীয় তিন কোচও জানেন না চূড়ান্ত দল সম্পর্কে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও জাতীয় দলের ম্যানেজার মাহবুব এহসান রানার কাছেও দল চূড়ান্তকরণ নিয়ে কোনো ধারণা নেই। ফেডারেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মন্তব্য, ‘প্রধান কোচের মতের ভিত্তিতেই দল চূড়ান্ত হয়েছে। তালিকা প্রকাশ হলে বাদ পড়াদের ক্যাম্প থেকে বাদ দিতে হবে ফলে অনুশীলনেও প্রভাব পড়বে। তাই বিষয়টি নিয়ে একটু লুকোচুরি হচ্ছে।’ লুকোচুরি খেলার আশ্রয় নিতে গিয়ে ফেডারেশনের সমন্বয়হীনতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অতিরিক্ত কর্তৃত্বের বিষয়টি আবার সামনে চলে এসেছে।
এজেড/এইচজেএস