লতার আশা, তাদের ম্যাচেও মাঠে থাকবেন দর্শকরা
ভারতীয় মেয়েদের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজটি মাঠে বসে কোন ফি ছাড়াই সরাসরি দেখার সুযোগ রেখেছে বিসিবি। তবুও মাঠে তেমন সমর্থন পাচ্ছেন না নিগার সুলতানা জ্যোতিরা। কারণ ফ্রি-তে খেলা দেখার সুযোগ থাকলেও আগের ম্যাচগুলোতে গ্যালারি ফাঁকা দেখা গেছে। এ নিয়ে হতাশা ঝরেছে নারী দলের ক্রিকেটার লতা মন্ডলের কণ্ঠে।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগেরদিন আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে এসে লতা বলছিলেন, ‘অবশ্যই একটু আফসোস আছে। ছেলেদের ক্রিকেটে অনেক হাইলাইটস ও মাঠে দর্শক থাকে, কিন্তু এখানে থাকে খুবই কম। তবে আমার মনে হয় এমনটা খুব বেশিদিন চলবে না। মনে হচ্ছে খুব শিগগিরই আমাদের খেলায়ও দর্শক ফিরবে।’
‘হোম গ্রাউন্ডে আমরা খুব ভালো খেলতেছি। যতটুকু জানি ইউটিউবে খেলা দেখাচ্ছে। যা মোটামুটি অনেকেই জানে। আগে যখন অনেক জায়গায় যখন যেতাম, ওরা জানতোই না মেয়েরা ক্রিকেট খেলে। এতে আপনাদের বেশি ভূমিকা দরকার, আপনারা যদি বেশি হাইলাইট করেন, তাহলে আমাদের জন্য ভালো, দর্শক আরও বেশি হবে, যোগ করেন লতা।
আরও পড়ুন >> বাঘিনীর গর্জনে কাটছে মেঘ
দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে লতা বলেন, ‘আসলে প্রেশার বা আমরা খুব বেশি এক্সসাইটেড বিষয়টা ওরকম না। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। ম্যাচ জিতি বা হারি,.. যেহেতু কালকে ম্যাচ, সবসময় আমাদের চিন্তা ভালো ক্রিকেট খেলব। ভালো খেলছি বিধায় রেজাল্টও ভালো আসছে। তাই ভালো ক্রিকেট খেললে রেজাল্ট এমনি আমাদের দিকে থাকবে।’
ভারতের চেয়ে টাইগ্রেসরা তুলনামূলক ভালো খেলছে বলে দাবি লতার, ‘আসলে দেখেন ওপরে বা নিচের বিষয় না। ইন্ডিয়া অবশ্যই ভালো দল। আমরাও ভালো করছি। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, যারা খেলে আরকি। যেহেতু লাস্ট টি-টোয়েন্টি ও ফার্স্ট ওয়ানডে আমরা উইন করেছি, আমরা ভালো করতেছি বিধায় এটি হয়েছে। ওদের চেয়ে আমরা বেটার ক্রিকেট খেলতেছি।’
এসএইচ/এএইচএস