‘এই উইন্ডিজ দলকে হারানোয় গর্বের কিছু নেই’
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বর্তমান অবস্থা বেশ শোচনীয়। তাদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ জয় দিয়ে শুরু করেছে ভারত। রোহিত শর্মার দল প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে জিতেছে। তবে তাতে একটুও সন্তুষ্ট নন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মনে এখনও অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের ক্ষত সতেজ হয়ে আছে। তাই তো তিনি ক্যারিবীয় দলটাকে হারানোয় গর্বের কিছু দেখছেন না!
রঙিন পোশাকে নামার আগে ভারতীয়রা প্রথমে ক্যারিবিয়দের টেস্টে মোকাবিলা করছে। যেখানে ম্যাচজুড়ে বল হাতে দাপট দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পরবর্তীতে দলের বড় জয়ে অবদান রাখা যশস্বী জয়সওয়াল অভিষেক টেস্টেই খেলেছেন ১৭১ রানের দুর্দান্ত ইনিংস। কিন্তু এরপরও গাভাস্কারের কণ্ঠে ক্ষোভ। নতুন করে টেস্ট ফাইনালে হারের পর রোহিতদের ‘অজুহাত’ দেওয়ার বিষয়টি সামনে টেনে এনেছেন। দলের সিনিয়রদের গা-ছাড়া ভাবই টানা দ্বিতীয় ফাইনাল হারের জন্য দায়ী বলে মত গাভাস্কারের।
আরও পড়ুন >> বিশ্রামে যাচ্ছে ভারতের কোচিং প্যানেল
এর আগে অজিদের বিপক্ষে দাপুটে হারের পর রোহিত বলেছিলেন, ম্যাচের অন্তত ২০-২৫ দিন আগে ইংল্যান্ডে পৌঁছাতে পারলে সুবিধা হতো। রোহিতের এই কথা নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার, ‘ওরা কোন প্রস্তুতির কথা বলছে? আসল কথা হলো দলের সিনিয়র ক্রিকেটাররাই আগে থেকে যায় না। কারণ, ওরা জানে দলে তাদের জায়গা পাকা। কোনো সমস্যা হবে না। আবার আগে গিয়ে যদি ওরা হারত, তাহলে ক্লান্তির কথা বলতো। সবই অজুহাত। অথচ ওদের দাবি তারা পৃথিবীর সবচেয়ে ফিট ক্রিকেটার। তাহলে কীভাবে অল্পেই ক্লান্ত হয়ে যায়?’
— Express Sports (@IExpressSports) July 17, 2023
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় দল কোনো প্রস্তুতি ম্যাচই খেলেনি। কিন্তু খেলার অন্তত ১৫ দিন আগে ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেললে তার ফল অন্যরকম হতে পারতো বলে গাভাস্কারের মন্তব্য, ‘১৫ দিন আগে গিয়ে দুটো প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল। অনেক তরুণ ক্রিকেটার আছে যারা প্রস্তুতি ম্যাচে ভাল খেললে প্রথম একাদশে সুযোগ পেত। কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগই ওরা পেল না। এতে দলেরই ক্ষতি হল।’
আরও পড়ুন >> ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়ল বিমান ভাড়া
টেস্ট ফাইনালের পর বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে ক্যারিবীয় দ্বীপে সিরিজ খেলতে গেছে ভারত। সেখানে ম্যাচ শুরুর ৯ দিন আগে রোহিত-কোহলিরা পা রাখেন। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ দলটির বর্তমান অবস্থা বিবেচনায় কোনো প্রস্তুতির দরকার নেই বলেই মনে করেন গাভাস্কার, ‘এই ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ম্যাচ শুরুর আগের দিন গেলেও জিততে অসুবিধা হবে না। তাই ওদের হারিয়ে গর্ব করার মতো কিছু নেই। হারাতে হলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারাতে হবে। তাহলেই সবাই মনে রাখবে।’
আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে জয়সওয়াল-সিরাজরা। পরবর্তীতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে।
এএইচএস