এশিয়ান অ্যাথলেটিক্সে ইমরানুর ১১তম
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের দিকে তাকিয়ে ছিলেন ক্রীড়াঙ্গনের সবাই। তবে তিনি থাইল্যান্ডের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে পারেননি।
অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার সেমিফাইনালে ছিলেন ২৪ জন। যেখানে তিনটি হিট অনুষ্ঠিত হয়। তৃতীয় হিটে অংশ নেন বাংলাদেশের ইমরানুর রহমান। প্রতি হিটের প্রথম দুই জন এবং বাকিদের মধ্যে সর্বোচ্চ দুই টাইমিংধারী ফাইনালে খেলবেন। আট ফাইনালিস্টের মধ্যে অস্টম ও নবম অ্যাথলেটের টাইমিং ১০.৩৮ সেকেন্ড। বাংলাদেশের ইমরানুরের চেয়ে তাদের ০.০২ কম। ২৪ সেমিফাইনালিস্টের মধ্যে ইমরানুর ১০.৪০ টাইমিংয়ে ১১তম হয়েছেন।
এদিন তিন নম্বর লেন থেকে ইমরান দারুণ শুরু করেছিলেন। প্রায় ৬০ মিটারের বেশি সময় যুগ্মভাবে প্রথম স্থানেও ছিলেন তিনি। তখন ধারাভাষ্যকাররা বারবার বাংলাদেশের কথা বলছিলেন। কিন্তু শেষ ২০-৩০ মিটারে খেই হারিয়ে ফেলেন ইমরান। দৌড়ের গতি কমে যাওয়ায় তিনি আট জনের মধ্যে পঞ্চম হন। তার টাইমিং ছিল ১০.৪০ সেকেন্ড। গতকালের চেয়ে ০.১৫ সেকেন্ড বেশি।
ইমরান গতকাল প্রথম রাউন্ডে ১০.২৫ সেকেন্ড টাইমিংয়ে তার হিটে দ্বিতীয় এবং সব হিট মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন। আজ সেই টাইমিং করতে পারলেও ফাইনালে উঠতে পারতেন তিনি।
ইমরান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিক্সে আশার নাম। বছরের শুরুতে তিনি এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। তাই তাকে ঘিরেই দক্ষিণ এশিয়ায় ১০০ মিটারে স্বর্ণ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
এজেড/এএইচএস