উইম্বলডনে চলছে স্পাইগেট বিতর্ক
টেনিসের বনেদি আসর উইম্বলডনে চলছে স্পাইগেট বিতর্ক। সেমিফাইনালের আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে অন্যরকম রোমাঞ্চ ছড়াচ্ছে এবারের আসর। আর এই বিতর্কে দোষীর তালিকায় আছে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজের বাবা। তার বিরুদ্ধে অভিযোগ, আরেক সেমিফাইনালিস্ট নোভাক জোকোভিচের প্র্যাকটিস নাকি লুকিয়ে ভিডিও করেছেন তিনি।
অভিযোগ এসেছিল জোকোভিচের পক্ষ থেকেই। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ বলেছিলেন, অনুশীলনে তার দলের জন্য কোনো গোপনীয়তা নেই। কখনো কখনো গোপনীয়তার প্রয়োজন হয় তার। তাতে নতুন কিছু চেষ্টা করার সুযোগটা পাওয়া যায়। নিজের দলের সঙ্গে বসে ঠিকঠাক পরামর্শ করা যায়।
তিনি বলেন, বাস্তবতা হলো, ‘এখানে স্বস্তিতে থাকার সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বিরা কীভাবে নিজেদের প্রস্তুত করছে, তা সবাই জানতে চায়। আলকারাজ কিংবা অন্য যে কারও মুখোমুখি হওয়ার আগে একটু বিশ্লেষণ দরকার হয়। আর আমার কাছে অনুশীলন তো ম্যাচের মতোই। ম্যাচের মানসিকতা নিয়েই নিজেকে প্রস্তুত করি।’
এই অভিযোগকে ব্রিটিশ মিডিয়া নাম দিয়েছে স্পাইগেট হিসেবে। আর বাবার বিরুদ্ধে আনা অভিযোগ মেনেও নিয়েছেন টেনিস বিশ্বের নাম্বার ওয়ান তারকা কার্লোস আলকারেজ। তবে এটাকে পুরোপুরি উদ্দেশ্যপূর্ণ বলতেও নারাজ তিনি।
আলকারেজের ভাষ্য, ‘এমন অভিযোগ সম্ভবত সত্য। আমার বাবা টেনিসের খুব বড় ভক্ত। তিনি শুধু ম্যাচই দেখেন না। আমার ধারণা, তিনি বেলা ১১টায় ক্লাবে ঢুকে রাত ১০টায় বের হন। সবার ম্যাচ দেখেন, অনুশীলনও দেখেন। আর জোকোভিচকে চোখের সামনে দেখা...হ্যাঁ, এটা সম্ভবত সত্য যে তিনি ভিডিও করেছেন।’
উইম্বলডনের সেমিফাইনালে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারেজ। ফাইনালে ওঠার লড়াইয়ে রাশিয়ার দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন তিনি। অন্য সেমিফাইনালে লড়বেন নোভাক জোকোভিচ আর ইয়ানিক সিনার।
সেমিতে নিজ নিজ ম্যাচে জয় পেলে ফাইনালে দেখা হতে পারে আলকারেজ এবং জোকোভিচের। সেসময় বাবার রেকর্ড করা ভিডিও জোকোভিচের বিরুদ্ধে ভাল কিছু করবেন এমন কথাও উড়িয়ে দিয়েছেন আলকারেজ। তিনি বলেন, ‘জোকোভিচের খেলার বিভিন্ন ভিডিও আমার কাছে আছে। এতে লাভবান হওয়ার সুযোগ নেই।’
জেএ