ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি

টি-টোয়েন্টি সিরিজ শেষ না হতেই এবার ওয়ানডে সিরিজ দরজায় কড়া নাড়ছে। ভারত নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৬ জুলাই, এরপর দ্বিতীয় এবং শেষ ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ১৯ জুলাই ও ২২ জুলাই। সবকটি ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ম্যাচ তিনটি শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে। আসন্ন সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা।
এসএইচ/এইচজেএস