তামিমের সিদ্ধান্তে এখনও ঘোরের মধ্যে রাজ্জাক
তিন সদস্য নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেল। তার মধ্যে একজন হলেন সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। নির্বাচক প্যানেলের সদস্য হলেও তামিম ইকবালের অবসর নিয়ে জানতেন না তিনি। পরে বিষয়টি জানার পর থেকে রাজ্জাক ঘোরের মধ্যে আছেন!
ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে একপ্রকার নিজের শকড হওয়ার কথায় জানিয়েছেন রাজ্জাক। এমনকি এই নির্বাচক কিছুই জানতেন না দাবি করে তিনি বলছেন, ‘আমি আসলে জানতাম না। খুবই স্বাভাবিক একদমই কিছুই জানিনা, হঠাৎ করেই ঘোষণা দিয়ে দিলে তো অবাক হওয়ারই কথা।’
বাংলাদেশ দলে তামিমের না থাকাটা বড় ধাক্কা কিনা এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বললেন ঘোরের মধ্যে রয়েছেন তিনি, ‘ধাক্কার ব্যাপার তো পরে। একটু আগে শুনলাম, দেখি এখন কি হয় না হয়; আমি আসলে এখনও কিছু বুঝতেছি না। সত্যি বলতে আমি এখনও ঘোরের মধ্যে আছি। আপনি একটু এগিয়ে গেছেন। আমি এখনও এসব কিছুই ভাবিনি।’
তামিমের সিদ্ধান্ত নিয়ে বিসিবির ভাবনা কি জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘আমি আসলে জানিনা, এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার। তামিমের কথা তো তামিম বলে গেছে। আমি অন্য কারো ব্যাপারে বলতে পারব না, তবে আমার বিষয়টা হচ্ছে কি আমি কিছুই জানতাম না এ নিয়ে।’
এসএইচ/এএইচএস