আফগান সিরিজের সহ-অধিনায়ক লিটন

বাংলাদেশ টেস্ট দলে সহ-অধিনায়কের পদ থাকলেও বাকি দুই ফরম্যাটে এই দায়িত্বে কেউ নেই। ফলে ওয়ানডে ফরম্যাটে তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসানের নেই কোনো ডেপুটি। তবে শুধু আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস।
বুধবার (৫ জুলাই) বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শুরুর আগে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগের দিন মঙ্গলবার অধিনায়ক তামিমের কাছে ওয়ানডে দলের সহ-অধিনায়ক নিয়ে জানতে চাওয়া হলে সেই সিদ্ধান্ত বিসিবির হাতেই ছেড়ে দিয়েছিলেন তিনি।
সেই সময় তামিম বলেন, ‘অধিনায়ক, সহ-অধিনায়ক ঠিক করবে বোর্ড। এখানে আমার রায় গুরুত্বপূর্ণ নয়। এটা পুরোটাই বোর্ডের ব্যাপার, কে অধিনায়ক কিংবা সহ-অধিনায়ক হবে। আমার মনে হয় না পৃথিবীর কোনো অধিনায়ক বলে আমার এই সহ-অধিনায়ক দরকার, অথবা আমার অমুকরে দরকার। বোর্ড যদি অনুভব করে তখন তারা সিদ্ধান্ত নেবে। সেখানে দলের যে কেউই হতে পারে।’
তামিম আরও বলেন, আমি নিশ্চিত আমাদের দলে অনেক খেলোয়াড় আছে যারা এই কাজটা ভালোভাবে করতে পারবে। বোর্ড যদি এরকম (সহ-অধিনায়ক) কোনো সিদ্ধান্ত নেয় তা অবশ্যই দারুণ ব্যাপার হবে। স্বাভাবিকভাবেই তো সব ফরম্যাটে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক থাকে।
এসএইচ/এমজেইউ