আফগানিস্তানের স্পিন বিষে নীল বাংলাদেশ
![আফগানিস্তানের স্পিন বিষে নীল বাংলাদেশ](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023July/mushf-20230705171506.jpg)
ওয়ানডে ফরম্যাটে নতুন লক্ষ্য নিয়ে নেমেছিল বাংলাদেশ ও আফগানিস্তান। কিন্তু ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই ফিরে যান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়কের দেখানো পথেই হেঁটেছেন পরবর্তী ব্যাটাররাও। লিটন দাসের ২৬ রান ছাড়া আর তেমন বলার মতো রানই করতে পারেনি বাকিরা। অবশ্য একপ্রান্ত আগলে রেখে এখনও লড়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ৩৭ রান নিয়ে তিনি মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে লড়ছেন।
বিজ্ঞাপন
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান। আফগানদের হয়ে তিন স্পিনার রশিদ খান, মুজিবুর রহমান এবং মোহাম্মদ নবী শিকার করেছেন ৪ উইকেট। মূলত এই তিন স্পিনারের বিষেই নীল হয়েছে টাইগারদের ‘শক্তিশালী’ ব্যাটিং ইউনিট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ভরসার নাম নাজমুল হোসেন শান্ত। আজও শুরুটা করেছিলেন ইতিবাচক। তবে ইনিংস বড় করা হয়নি তার। প্রথম বলেই তাকে বিদায় করেন মোহাম্মদ নবি। সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন শান্ত।
এরপর ইনিংসের ১২তম ওভারে আফগান স্পিনার মুজিবুর রহমানের করা বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে গেছেন লিটন দাস। মুজিবের খাটো লেংথের বলটি লিটন চাইলে নিচেও খেলতে পারতেন। কিন্তু তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রহমান শাহর হাতে ক্যাচ দিয়েছেন। ডানহাতি এই ব্যাটার আউট হওয়ার আগে করেছেন ৩৫ বলে ২৬ রান।
বিজ্ঞাপন
এরপর ক্রিজে নামা মুশফিকুর রহিমও আজ ভরসার পরিচয় দিতে পারেননি। রশিদ খানের ভয়ঙ্কর এক গুগলিতে তিনি ৩ বলে ১ রান করেই বোল্ড হয়ে ফিরেছেন। মূল স্কোয়াডের বাইরে থাকা আফিফ এই সিরিজ দিয়ে ফের দলে ফিরেছিলেন। কিন্তু তিনিও তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে পারেননি। রশিদের লেগ স্পিন ব্যাকফুটে ভর করে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন আফিফ, তবে মিস করে যান। আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক তাতে সাড়া দেননি। তবে আফগানিস্তানের রিভিউ কাজে লেগে গেল দারুণভাবে!