রাহানের সেঞ্চুরিতে ৩৬ দুঃস্বপ্ন ভুলল ভারত
আগের ম্যাচে রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল দল। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৩৬ রানে হয়েছিল অলআউট। বিরাট কোহলির অনুপস্থিতিতে ওই দলের নেতৃত্বই ওঠে আজিঙ্কা রাহানের কাঁধে।
নিজের কাজটা ভালোভাবেই করছেন তিনি। মেলবোর্নে চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। এবার অধিনায়কের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে আছে সফরকারীরা।
রোববার দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৭৭ রান। ১ উইকেট হারিয়ে ৩৬ রান নিয়ে খেলতে নামা ভারত প্রথম উইকেট হারায় ৬৪ রানে। ৭০ বল থেকে ১৭ রান করে সাজঘরে ফেরেন চেতেশ্বর পূজারা।
প্রথম দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান শুভমন গিল প্যাট কামিন্সের বলে ফেরেন ৪৫ রান করে। এরপরই দলের হাল ধরেন আজিঙ্কা রাহানে। দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২০০ বলে ১০৪ রানে অপরাজিত আছেন তিনি। টেস্টে এটি তার ১২ নম্বর সেঞ্চুরি।
এই শতকে মেলবোর্নে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পাওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। শেষবার ভারত অধিনায়ক হিসেবে মেলবোর্নে সেঞ্চুরি পান ১৯৯৯ সালে শচীন টেন্ডুলকার।
রাহানেকে যোগ্য সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ১০৪ বলে ৪০ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন কামিন্স ও মিচেল স্টার্ক।
এমএইচ/এটি