আগামী দুদিন ব্যাট করার চিন্তা আফগানিস্তানের
ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে আফগানিস্তানকে ৬৬২ রানের অসম্ভব এক টার্গেট দিয়েছে বাংলাদেশ। অসম্ভব বলা এই কারণে যে, আধুনিক ক্রিকেটে চারশ উর্ধ্ব রান তাড়া করার রেকর্ড মাত্র কয়েকটি। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া সর্বোচ্চ ৪১৮ রান তাড়ায় অস্ট্রেলিয়া সফল হয়েছিল। চলমান ঢাকা টেস্টে আফগানিস্তানের এখনও প্রয়োজন ৬১৭ রান, তাদের হাতে রয়েছে ৮ উইকেট। তবে দলটির কোচ জনাথন ট্রট আগামী দুদিনই ব্যাট করার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে স্বীকারও করেছেন এটি কতটা কঠিন।
আফগানিস্তানের সঙ্গে টাইগারদের চলমান সিরিজে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আসা মুখ ট্রটের। তৃতীয় দিন শেষেও দলের প্রতিনিধি হয়ে তিনিই আসলেন, ‘আমরা আগামী দুই দিন ব্যাট করার চেষ্টা করব। তবে কাজটা খুবই কঠিন। ব্যাটিংয়ে অবশ্য অপরাজিত দুই ব্যাটার ভিন্ন কিছুরই ইঙ্গিত দিয়েছে। আমরা টেস্টে এমনটাই আশা করি। পিচও ধীর গতির হয়ে আসছে বিধায় আশা করি ব্যাট করতে পারব এবং ভালো পারফরম্যান্স করব।’
আফগানিস্তান বোলারদের এমন খরুচে বোলিং নিয়ে ট্রট বলছিলেন, ‘বোলারদের মধ্যে ভালো করার প্রচেষ্টা দেখেছি। আমার মতে ছেলেদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হবে। এভাবে তাদের একটা দিন মাঠে কাটাতে হয়েছে।’
বাংলাদেশের ব্যাটাররা আধিপত্যের কথা উল্লেখ করে সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আমি জানতাম তারা আধিপত্য দেখাবে। ইংল্যান্ডের বিপক্ষেও তারা ভালো ক্রিকেট খেলেছে। যদিও সংস্করণ ভিন্ন ছিল। সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশ বেশ কিছু সফল সিরিজ খেলেছে। তাই শুধু আফগানিস্তান নয়, সকল দেশের জন্যই বাংলাদেশে খেলাটা কঠিন।’
এসএইচ/এএইচএস