হকি নির্বাচন: এবার ‘সমঝোতায়’ এনএসসি
বাংলাদেশ হকি ফেডারেশনে ক্লাব ও জেলা-বিভাগীয় সংগঠক পরিষদ সমঝোতা করে ঐক্যমতের প্যানেল করেছে। ২৮ পদের বিপরীতে ২৮ টি মনোনয়ন জমা পড়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ কোন পদে কে মনোনয়ন জমা দিয়েছে এর নাম প্রকাশ হওয়ার কথা। জাতীয় ক্রীড়া পরিষদের হকি ফেডারেশনের জন্য গঠিত নির্বাচন কমিশনের রিটার্নিং কার্যালয় আজই সাঈদ-রশিদ প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি ) নির্বাচন কমিশন ২৮ মনোনয়ন পদই বৈধ ঘোষণা করেছে। কোনো মনোনয়ন বাতিল না হওয়ায় ১৩, ১৪ জুনের আপত্তি এবং শুনানি পর্ব প্রয়োজন পড়ছে না। ১৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। একক প্যানেলের ক্ষেত্রে সাধারণত জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন প্রত্যাহারের দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার সময় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করে থাকে। এবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করে প্রশ্নের জন্ম দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই প্রাথমিক ফলাফল ঘোষণা করায় ক্রীড়াঙ্গনের সমালোচনার সৃষ্টি হয়েছে। হকি ফেডারেশনের নির্বাচনের রিটার্নিং অফিসার ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান বলেন, 'জমা হওয়া ২৮ টি মনোনয়নই বৈধ হয়েছে এবং ২৮ জনই জানিয়েছে তারা প্রত্যাহার করবে না। ফলে পরবর্তী পর্বের আনুষ্ঠানিকতা প্রয়োজন না থাকায় আজই প্রাথমিক ফলাফল ঘোষিত হয়েছে।'
১৫ জুন নির্বাচনী প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে প্রত্যাহারের দিনক্ষণ উল্লেখ রয়েছে। তিন দিন অপেক্ষা না করে আজই এনএসসি আজ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, 'মনোনয়নপত্র প্রত্যাহারের সম্ভাবনা না থাকায় তাদের নামের পার্শে বর্ণিত পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’ দেশের ফেডারেশনগুলোর নিয়ন্ত্রক সংস্থার আইনে ফেডারেশনগুলো পরিচালিত হওয়ার কথা। সেখানে উল্টো ফেডারেশনের কর্মকর্তাদের অনুরোধের ঢেকি গেলায় হকির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। হকি সংশ্লিষ্টদের খবর, কাউন্সিলর বঞ্চিতরা আইনি পদক্ষেপের জন্য চেষ্টা করে যাচ্ছে। আইনি কোনো নির্দেশনা আসার আগেই নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে চান হকি ফেডারেশনের কর্মকর্তারা। এজন্য তারা জাতীয় ক্রীড়া পরিষদকে আজই প্রাথমিক ফলাফল ঘোষণার ‘আবদার’ করেছে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
এজেড/এইচজেএস