‘রশিদের না থাকা ঢাকা টেস্টে প্রভাব ফেলবে না’
তিন ফরম্যাটের ক্রিকেটেই আফগানিস্তানকে বোলিংয়ে নেতৃত্ব দেন রশিদ খান। দেশটার সবচেয়ে বড় তারকাও এই লেগ স্পিনার। অথচ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে রশিদকে। অভিজ্ঞ এই স্পিনারকে ছাড়াও তাদের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী এমনটাই বিশ্বাস করেন হাশমতউল্লাহ শহিদি।
আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রশিদের না থাকা প্রসঙ্গে আফগানিস্তান অধিনায়ক বলেন, ‘সাকিবও বিশ্রামে, রশিদও বিশ্রামে। তবে আগে যেটা বললাম, আমাদের আরও ভালো বোলার আছে, ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে।’
এখনও পর্যন্ত সাদা পোশাকে একবারই বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানরা। সেবার চট্টগ্রামে সাকিব-তামিমদের রীতিমতো পাত্তায়ই দেয়নি সফরকারীরা। তাই ঢাকা টেস্টের আগে এমন পরিসংখ্যান অনুপ্রেরণা জোগাচ্ছে আফগানিস্তানকে।
হাশমতউল্লাহ বলেন, ‘সেই টেস্টটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। এখানে একটা টেস্ট খেলেছি, সেটাই জিতেছি। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব, গত ম্যাচ থেকে অনুপ্রেরণা নেব।’
মিরপুরের উইকেট বরাবরই এক রহস্য! এর চরিত্র বুঝা বেশ কঠিন সাধ্য কাজ। তাই ঢাকা টেস্টের উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না আফগানিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আজ উইকেট দেখলাম, ঘাস আছে। আমাদের ভালো পেসার আছে, স্পিনারও আছে। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। সবকিছুর জন্যই প্রস্তুত আছি।’
'আমাদের আস্থা রাখার মতো ব্যাটার আছে যারা অতীতে ভালো করেছে। ওয়ানডেতে ভালো খেলা ইব্রাহিম, রহমত শাহ আছে। আমিও সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছি। আরও অনেক প্রমিজিং ব্যাটার আছে। আমি বিশ্বাস করি আমাদের ব্যাটাররা ভালো। দিন-দিন উন্নতি করছে ব্যাটিং বিভাগ। আমি দলের কাছ থেকে ভালো পারফরম্যান্সই আশা করছি।'-আরও যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস