‘তুমি নাকি সবাইকে মায়ামিতে নিয়ে যাচ্ছো’, আগুয়েরোকে গার্দিওলা
লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি আমেরিকান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন। তবে ক্লাবটিতে তার যোগ দেওয়ার ঘোষণার পর থেকেই সর্বত্র চলছে সেই আলোচনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগেও ওঠে এসেছে সেই প্রসঙ্গ। ইউরোপসেরা হওয়ার মঞ্চে একটি দল ম্যানচেস্টার সিটি। জমজমাট রোমাঞ্চকর সেই ম্যাচের আগে তুরস্কে উড়াল দিয়েছেন ক্লাবটির সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। সেখানেই ওঠে আসে মায়ামি প্রসঙ্গ।
ম্যানসিটির গুরুত্বপূর্ণ ম্যাচ থাকবে, আর গ্যালারিতে আগুয়েরো থাকবেন না তা হয় না। দলটির জার্সিতে যে দীর্ঘদিন খেলেছেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইন্টার মিলানের সঙ্গে ফাইনালের আগে কোচ পেপ গার্দিওলার সঙ্গে দেখা হয়েছে আগুয়েরোর। সেখানে অনেকটা মজা করেই আগুয়েরোকে উদ্দেশ্য করে গার্দিওলা বলে ওঠেন, তুমি নাকি সবাইকে মায়ামিতে নিয়ে যাচ্ছো (হাসি)।
আরও পড়ুন >> শিরোপার লড়াইটা দুই ‘ওস্তাদের’ও
ইউরোপসেরা হওয়ার মহারণ শুরু হবে আজ (১০ জুন) রাত ১টায়। তার আগে তুরস্কের ইস্তাম্বুলে হাজির হয়েছেন অসংখ্য ফুটবল সংশ্লিষ্টরা। সেখানে সাবেক ও বর্তমান অনেক তারকা ফুটবলারের মিলনমেলা বসবে। চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে মাঠে নামবে ইন্টার, অন্যদিকে একবার ফাইনাল খেললেও এখনও টুর্নামেন্টটির শিরোপা জেতা হয়নি সিটির।
— All About Argentina (@AlbicelesteTalk) June 9, 2023
ফাইনালের ভেন্যু আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে একটি টেলিভিশন চ্যানেলের হয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান করছিলেন আগুয়েরো। সেখানে ছিলেন আরেকজন নারী উপস্থাপিকাও। একপর্যায় সেখানে হাজির হন সিটি কোচ গার্দিওলা। তিনি এসেই আগুয়েরোর উদ্দেশ্যে বলেন, ‘তুমি সবাইকে মায়ামিতে নিয়ে যাচ্ছো, সেখানে তো ইতোমধ্যে লিও (মেসি) আছে।’ জবাবে মজাচ্ছলে আগুয়েরো বলেন, ‘হ্যাঁ, আমি লোক সংগ্রহ করছি।’ এরপরই সিটি কোচ আর্জেন্টাইন সাবেক তারকাকে ক্লাবের হোটেলে যাওয়ার আমন্ত্রণ জানান।
আরও পড়ুন >> মায়ামির র্যাংকিং নিয়ে আগুয়েরোর টিপ্পনী, যা বললেন মেসি
এর আগে মায়ামিতে মেসির যোগ দেওয়া নিয়ে আগুয়েরো বলেছিলেন, সে মায়ামিতে যাচ্ছে। সে আমাকে সব জায়গায় অনুসরণ করতে বাধ্য করে (হাসি)। আমি তাকে বললাম আমাকে একটি টিকিট দিতে। সে বলল, ‘‘সব বিক্রি হয়ে গেছে, কোনো টিকিট নাই। আমি জানি না কি হচ্ছে।’
তবে আগুয়েরোকে ম্যাচ টিকিট সংগ্রহ করে দেবেন বলে কথা দিয়েছেন মেসি। এমনকি তা সামনের সারির। আগুয়েরোর ভাষায়, ‘অবশ্যই আমি যাচ্ছি এবং ওকে খেলতে দেখব। সেখানে (মায়ামি) পোকারের ওয়ার্ল্ড সিরিজও হয়। আমি যাব। যখন আপনি বেশি স্বাধীনতা নিয়ে খেলবেন সবকিছুই ভালো হবে।’
এএইচএস