মেসির বার্সায় ফেরা নিয়ে শতভাগ নিশ্চিত জাভি
একদিন আগেই লিওনেল মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন পিএসজি কোচ গালটিয়ের। জানিয়েছিলেন, আগামীকাল (শনিবার) ক্লেরমন্তের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে প্যারিস জায়ান্টসদের হয়ে আর্জেন্টাইন মহাতারকার শেষ ম্যাচ। অবশ্য মেসিকে নিয়ে কোচের এমন মন্তব্যের ঘণ্টা কয়েক পর পিএসজির এক মুখপাত্র ভিন্ন কথাই জানালেন। তার মতে, গালটিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। বরং ক্লাবের পক্ষ থেকে এখনো চু্ক্তি নবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
তবে আগামী ৩০ জুনের পর প্যারিস যে মেসির ঠিকানা থাকছে না, এটা একপ্রকার নিশ্চিত। পিএসজির সঙ্গে নতুন চুক্তির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। মেসির ঘনিষ্টজনেরাও একই কথা বলে আসছিলেন। এ ছাড়া পিএসজি কোচের মন্তব্যের পর বর্তমান পরিস্থিতি বিবেচনা করলেও সেটাই আরও স্পষ্ট হয়।
BREAKING! Xavi: "Leo Messi will decide his future next week. He has 100% my OK to join us". "He knows we're ready to...
Posted by Fabrizio Romano on Friday, June 2, 2023
এরই মধ্যে মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা কোচ জাভি হার্ন্দাদেজ জানিয়েছেন, আগামী সপ্তাহেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি। সেই সঙ্গে মেসির একসময়ের এই সতীর্থ আরও জানালেন, আমার দিক থেকে আমি শতভাগ নিশ্চিত যে সে (মেসি) আমাদের সঙ্গে যোগ দিচ্ছে।
সাক্ষাৎকারে জাভি আরও বলেন, .সে অবগত আছে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। এবার তার সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাদের এখানে তাকে যুক্ত করতে প্রস্তুত আছি।
মেসির ভবিষ্যৎ গন্তব্য কোথায়?
জাভির ভাষ্যমতে, আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি এবং তাকে নিয়ে আশাবাদী কাতালান ক্লাব। তবে মেসি কোথায় যাবেন?সম্ভাব্য গন্তব্য হিসেবে ন্যু ক্যাম্প ছাড়াও ওঠে আসছে আরও বেশ কয়েকটি ক্লাবের নাম। তবে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে এ তালিকায় বেশ এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
গণমাধ্যমে দাবি, সৌদির ক্লাবের মোটা অঙ্কের প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর দাবি, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা। সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।
অন্যদিকে, ন্যু ক্যাম্পে ফিরতে হলে সৌদির মোটা প্রস্তাব বিসর্জন দিতে হবে তাকে। কদিন আগে সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, কম বেতনেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। এছাড়া আর্থিক সংকট কাটাতে বেশ কয়েকজন খেলোয়াড়কেও বিক্রি করে দিচ্ছে কাতালান ক্লাবটি।
এফআই