আইপিএল থেকে অবসরের ঘোষণা রাইডুর
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। এই ম্যাচ দিয়েই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন আম্বাতি রাইডু।
ফাইনালে মাঠে নামার আগে এক টুইটে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। টুইটের শেষে তিনি লিখেছেন, 'নো ইউ টার্ন'। এর মানে হচ্ছে সিদ্ধান্ত থেকে আর তিনি সরে আসবেন না।
এর আগে ২০১৯ বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন রাইডু। এরপর যদিও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি।
রাইডু আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়ে বলেছেন, 'দুটি দারুণ দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। ২০৪টি ম্যাচ, ১৪টি মৌসুম, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি, আশা করছি আজকে সেটি ৬টি হবে।'
নিজের আইপিএল অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'এটা দারুণ একটি যাত্রা ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের ফাইনাল ম্যাচটিই আমার আইপিএলে শেষ ম্যাচ হতে চলেছে। সত্যিই আমি দারুণ উপভোগ করেছি এই টুর্নামেন্টে খেলা। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।'
আইপিএল ক্যারিয়ারে ২০২ ম্যাচে ৪ হাজার ৩২৯ রান করেছেন রাইডু। ২২টি হাফ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরিও। আইপিএলে এখনও পর্যন্ত দুটি দলের হয়ে খেলেছেন রাইডু। চেন্নাইয়ের আগে তিনি মুম্বাইয়ের হয়ে খেলেছেন বেশ কয়েকটি মৌসুম।
এইচজেএস