ভিনিসিয়ুস এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি : তেবাস
চলতি মৌসুমে দীর্ঘদিন ধরে লা লিগার ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিলম্ব হলেও, সব মহল থেকে তরুণ এই ফুটবলার ইতিবাচক সাড়া পাচ্ছেন। তার সঙ্গে করা সর্বশেষ ভ্যালেন্সিয়া দর্শকদের আচরণ ছিল সীমাছাড়া। যার জন্য ইতোমধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে ক্লাব ও কয়েকজন সমর্থককে। এখন পর্যন্ত সাতজন গ্রেফতার এবং ক্লাবকে জরিমানা ও স্টেডিয়ামের একটি স্ট্যান্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরই টনক নড়ল লা লিগা সভাপতি হাবিয়ের তেবাসের!
বর্ণবিদ্বেষের শিকার হয়ে ভিনিসিয়ুস অশ্রুচোখে মাঠ ছাড়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে হাল না ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এমন কঠিন পরিস্থিতি মেনে নেতে পারেনি ফুটবলের সাবেক-বর্তমান তারকারা। কথা বলেছেন কোচ ও সংশ্লিষ্ট সব মহল। কিন্তু সবাই যখন ব্রাজিল তারকার পাশে দাঁড়িয়েছেন, তখন উল্টো তার দিকে তোপ দাগিয়ে সমালোচনার মুখে পড়েন লা লিগা সভাপতি। যার পাল্টা জবাব ভিনিসিয়ুস নিজেও দিয়েছেন।
আরও পড়ুন >> ভিনিসিয়ুসের জার্সি পরে তাকে সমর্থন দিলো সতীর্থরা
সেই বিষয়ে এবার নিজের ভুল স্বীকার করে নিয়েছেন হাবিয়ের তেবাস। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেছেন, ‘মনে হচ্ছে আমার কথার প্রতিক্রিয়া খুব একটা ভালো নয়। আমি আসলে তাদের প্রতি বলতে চাচ্ছি, যারা মনে করছেন পরিস্থিতি অনুযায়ী আমার কথাগুলো ভুল ছিল। আমাকে এজন্য ক্ষমা চাইতেই হবে। ভিনিসিয়ুসকে ব্যক্তিগত আক্রমণের কোনো ইচ্ছা আমার ছিল না।’
— Reuters (@Reuters) May 25, 2023
তিনি আরও বলছেন, ‘আমি ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। শুধু ভিনিসিয়ুসই নন, যাঁরা মনে করেন আমার টুইটটি ভিনিকে আক্রমণ করে করা হয়েছিল, তাঁদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি।’
মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার পর ভ্যালেন্সিয়া; লা লিগার চলতি মৌসুমে এ নিয়ে পাঁচবার প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হলেন ভিনিসিয়ুস। প্রতিবারই এই রিয়াল ফরোয়ার্ড প্রতিবাদ জানালেও লিগ কর্তৃপক্ষের তাতে ছিল গা সওয়া ভাব, যেন কিছুই হয়নি! কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচের পর আর মানতে পারেননি ভিনিসিয়ুস। ওই সময় তিনি টুইটারে লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়। বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’
আরও পড়ুন >> ভিনিসিয়ুসের লাল কার্ড প্রত্যাহার, কড়া শাস্তি ভ্যালেন্সিয়ার
এরপর লা লিগা সভাপতি তেবাস বলেছিলেন, ‘লা লিগার দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকাও ভিনিসিয়াস। বর্ণবাদ নিয়ে লা লিগার করণীয় বিষয়ে তোমার কাছে আমাদের ব্যাখ্যা করা উচিত, সেহেতু আমরা সেই চেষ্টা করেছি। কিন্তু এর আগে দুই দফা আপনি দিনক্ষণ দিয়েও উপস্থিত হননি। সমালোচনা এবং লা লিগাকে অপমান করার আগে যথাযথভাবে নিজেকে জানাতে হবে। অন্যের দ্বারা পরিচালিত হবেন না।’
সঙ্গে সঙ্গেই তার জবাব দেন ভিনিসিয়াসও, ‘আপনার আচরণ রেসিস্টের সমতুল্য। আমি আপনার বন্ধু নই যে বর্ণবাদ নিয়ে আলোচনা করব। আমি যথাযথ ব্যবস্থা ও শাস্তি চাই।’ এরপর ভিনিসিয়ুসের উদ্দেশ্যে করা দর্শকদের তুমুল বর্ণবাদী মন্তব্যের একটি ভিডিও প্রমাণ হিসেবে হাজির করেন রিয়াল তারকা।
এএইচএস