দিপুর লড়াই ছাপিয়ে ক্যারিবীয়দের লিড
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আন-অফিসিয়াল টেস্টেও পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল। ক্যারিবিয়ান বোলার আকিম জর্ডানের পাঁচ উইকেট শিকারের দিনে আজ (বুধবার) সিলেটে একাই লড়ে গেলেন টাইগার যুবা ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু। এই ব্যাটারের ৭৩ রানে ভর করেই বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৩৭ রান। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের লিড ৩১ রানের।
শেষ বিকেলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৬৮ রান তুলতে সক্ষম হয়। আগামীকাল (বৃহস্পতিবার) ৩১ রানের লিডসহ হাতে চার উইকেট নিয়ে আবারো ব্যাট করতে নামবে ক্যারিবিয়ান ব্যাটাররা।
এর আগে গতকাল ৪৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল ১৭৫ রান নিয়ে দিন শেষ করেছিল। আজ দ্বিতীয় দিনের শুরুর সেশনেই বাংলাদেশকে তছনছ করে দেয় ক্যারিবীয় পেসাররা। আকিম জর্ডান একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। এক প্রান্তে লড়ে একাই ফিফটি পূর্ণ করে দলকে এগিয়ে নিতে থাকেন দিপু। শেষ পর্যন্ত দিপুও ফিরে যান ব্যক্তিগত ৭৩ রান করে।
এদিন স্পিনার নাইম হাসানের ১৭ ছাড়া আর কেউই পারেননি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে। ফলে ৬৫.৩ ওভারে ২৩৭ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
ক্যারিবিয়ান পেসার আকিম জর্ডান ২.৪৩ ইকোনমিতে মাত্র ৪৫ রানে নেন পাঁচ উইকেট। এছাড়া অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার নেন দু’টি করে উইকেট।
টাইগারদের দেওয়া প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ত্যাগনারাইন চন্দরপল ফিরে যান। খালেদ আহমেদের বলে ব্যক্তিগত ৪ রানে প্যাভিলিয়নের পথে হাটেন এই ব্যাটার। তিনে নামা রেমন রেইফারকে নিয়ে এরপর লড়াই চালান আরেক ওপেনার কার্ক ম্যাকেঞ্জি। এরপর দলীয় ১৩২ রানে রেইফার ফিরে যান। এরপর ব্যক্তিগত ৯১ রানে বিদায় নেন ম্যাকেঞ্জিও। এক বল পরেই ব্র্যান্ডন কিংকে বিদায় করেন সাইফ।
এরপর দারুণ খেলতে থাকা অলিক আথানাজেও ফেরেন ব্যক্তিগত ৪৫ রানে। এরপর কেসি কার্টি ও অধিনায়ক জশুয়া দা সিলভার ব্যাটে এগোতে থাকে ক্যারিবিয়ানরা। দিনের শেষ মুহূর্তে কার্টি হন রানআউট ৬৮ রানের মাথায়। অধিনায়ক সিলভা ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
এসএইচ/এফআই