আইপিএলে প্লে-অফের দৌড়ে কারা এগিয়ে?
গুজরাট টাইটান্স প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র দল হিসেবে আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। বাকি তিন জায়গার জন্য লড়াইয়ে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস, আরসিবি ও মুম্বাই ইন্ডিয়ান্স। এমনকি প্লে-অফের দৌড়ে ক্ষীণ আশা রয়েছে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসেরও।
গুজরাটের পর প্লে-অফের দৌড়ে সুবিধাজনক স্থানে ধোনির চেন্নাই। নিজেদের বাকি থাকা ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালসকে হারালেই প্লে-অফের টিকিট নিশ্চিত হবে চেন্নাইয়ের। তবে নিজেদের শেষ ম্যাচ হারলেও যদি মুম্বাই ও আরসিবির মধ্যে কোনো একটি দল তাদের শেষ ম্যাচ হারে, তবে শেষ চারে চলে যাবে সিএসকে। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে কলকাতাকে হারালে শেষ চারে চলে যাবে লখনৌ সুপার জায়ান্টস। তবে নিজেদের বাকি থাকা ম্যাচে হারলেও প্লে-অফে ওঠার সুযোগ থাকছে সুপার জায়ান্টসের।
আরও পড়ুন: গিলকে ‘ভবিষ্যৎ প্রজন্মের নেতা’ বলছেন কোহলি
প্লে-অফে উঠতে গেলে আরসিবিকে শেষ দুটি ম্যাচে দুটিতেই জিততে হতো। এই অবস্থায় প্রথম ধাপটা ভালোভাবেই পেরিয়ে গেল তারা। গতকাল কোহলির শতরানের সুবাদে হায়দরাবাদের ৫ উইকেটে তোলা ১৮৬ রানের জবাবে আরসিবি জিতল আট উইকেটে। এবার নিজেদের শেষ ম্যাচেও জিততে হবে তাদের। এছাড়া অন্যদের ওপরও নির্ভর করছে তাদের সাফল্য।
আইপিএলের পয়েন্ট টেবিল:-
গুজরাট | ১৩ ম্যাচ | ১৮ পয়েন্ট | (+০.৮৩৫) |
চেন্নাই | ১৩ ম্যাচ | ১৫ পয়েন্ট | (+০.৩৮১) |
লখনৌ | ১৩ ম্যাচ | ১৫ পয়েন্ট | (+০.৩০৪) |
বেঙ্গালুরু | ১৩ ম্যাচ | ১৪ পয়েন্ট | (+০.১৮০) |
মুম্বাই | ১৩ ম্যাচ | ১৪ পয়েন্ট | (-০.১২৮) |
রাজস্থান | ১৩ ম্যাচ | ১২ পয়েন্ট | (+০.১৪০) |
কলকাতা | ১৩ ম্যাচ | ১২ পয়েন্ট | (-০.২৫৬) |
পাঞ্জাব | ১৩ ম্যাচ | ১২ পয়েন্ট | (-০.৩০৮) |
দিল্লি | ১৩ ম্যাচ | ১০ পয়েন্ট | (-০.৫৭২) |
হায়দরাবাদ | ১৩ ম্যাচ | ০৮ পয়েন্ট | (-০.৫৫৮) |
এফআই