চ্যালেঞ্জিং গ্রুপ, তবুও সেমিফাইনালে খেলার আশা বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশীপ বাংলাদেশের ফুটবলের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদার টুর্নামেন্ট। আজ (বুধবার) সেই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ড্র ও প্রতিপক্ষ নিয়ে বিকেলে জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গণমাধ্যমে কথা বলেছেন।
গ্রুপিং নিয়ে মন্তব্যের শুরুতেই চ্যালেঞ্জিং কথাটা উল্লেখ করেছেন কোচ, ‘লেবানন এই টুর্নামেন্ট সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল। তারা আমাদের গ্রুপে রয়েছে। অবশ্যই এটি একটি চ্যালেঞ্জিং গ্রুপ।’ চ্যালেঞ্জিং হলেও সেমিফাইনালের আশা ছাড়ছেন না এই স্প্যানিশ কোচ, ‘আমরা গ্রুপিংকে পজিটিভ হিসেবেই দেখি। আমরা ইতিবাচক খেলা খেলে সেমিফাইনালের প্রত্যাশা করি।’
গ্রুপে লেবানন অত্যন্ত শক্তিশালী হলেও ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে তাদের হারানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। অন্য দুই দল মালদ্বীপ ও ভুটান। তাই সেমিফাইনালে সম্ভাবনা খানিকটা থাকেই বাংলাদেশের, ‘ম্যাচ বাই ম্যাচ এগোনোর মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন করতে চাই’-বলেন কোচ। সেমিফাইনালে ওঠলে শিরোপার মঞ্চে দেখতে চান জামালদের, ‘সেমিফাইনাল খেললে অবশ্যই আমরা শিরোপার জন্য লড়তে চাই’।
এর আগে একবারই (২০০৩) সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এরপরের আসরেই শেষ বারের মতো ফাইনাল খেলেছে বাংলাদেশ। সাফের টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে ৩৫ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন হ্যাভিয়ের। ২৭/২৮ জন নিয়ে ৪ জুন ক্যাম্প শুরু করবেন। এখনো ফেডারেশন কাপের ফাইনাল ও লিগের কয়েক রাউন্ড বাকি রয়েছে।
এই কয়েক দিনের পারফরম্যান্সে ৩৫ জনের মধ্যে পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন, ‘৩৫ জনের মধ্যে পরিবর্তনের সুযোগ নেই। ক্যাম্প শুরুর আগে লিগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ২৭/২৮ জনকে ডাকা হবে। ক্যাম্পের কিছুদিন পর ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে।’
এজেড/এফআই