তিন জায়গার জন্য সাত দলের লড়াই, কারা এগিয়ে?
চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। অন্যদিকে, রেস থেকে আগেই ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া বাকি সাত দলেরই এখনো সুযোগ রয়েছে প্লে-অফে জায়গা করে নেওয়ার। মূলত তিন জায়গার জন্য এখনো লড়ছে ৭ দল। দেখে নেওয়া যাক কারা এগিয়ে আছে?
চেন্নাই সুপার কিংস
গুজরাটের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। নেট রানরেট ০.৩৮১। ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচটি জিতলে সর্বোচ্চ ১৭ পয়েন্ট হবে। তাহলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের। হারলেও আশা থাকবে।
মুম্বাই ইন্ডিয়ান্স
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের নেট রানরেট -০.১১৭। মুম্বাইয়ের বাকি দুই ম্যাচ লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এই দুই ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে শেষ চারে জায়গা করে নেবে রোহিতরা।
লখনৌ সুপার জায়ান্টস
১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে লখনৌ। তাদের নেট রানরেট ০.৩০৯। বাকি দুই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। জিতলে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফ পাকা হয়ে যাবে লখনৌয়ের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
১২ ম্যাচে ১২ পয়েন্ট বিরাট কোহলিদের। তাদের নেট রানরেট ০.১৬৬। বাকি দুই ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। জিতলে ১৬ পয়েন্ট হবে কোহলিদের। তার পরেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে। লখনৌ, মুম্বাই বা চেন্নাই পয়েন্ট নষ্ট করলে সুযোগ বাড়বে কোহলিদের।
রাজস্থান রয়্যালস
১৩ ম্যাচে পয়েন্ট ১২। নেট রানরেট ০.১৪০। পাঞ্জাব কিংসের বিপক্ষে বাকি একটি ম্যাচ। জিতলে ১৪ পয়েন্ট হবে সাঞ্জু স্যামসনদের। তারপরেও সুযোগ থাকবে প্লে-অফে ওঠার। তবে অঙ্ক খুব জটিল।
কলকাতা নাইট রাইডার্স
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নীতীশ রানাদেরও। নেট রানরেট -০.২৫৬। শেষ ম্যাচে লখনৌকে হারালে ১৪ পয়েন্ট হবে কেকেআরের। তারপরেও রাজস্থানের মতোই জটিল অঙ্ক থাকবে কেকেআরের প্লে-অফে ওঠার ক্ষেত্রে।
পাঞ্জাব কিংস
১২ ম্যাচে ১২ পয়েন্ট পাঞ্জাবের। নেট রানরেট -০.২৬৮। তাদের বাকি দুই ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই দু’টি জিতলে ১৬ পয়েন্ট হবে পাঞ্জাবের। তারপরও তাদের তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকে।