অ্যাশেজের আগে ইংলিশ শিবিরে স্বস্তি, দশ মাস পর দলে বেয়ারস্টো
ব্যাট হাতে স্বপ্নের মতোই কাটছিল জনি বেয়ারস্টোর। ইনজুরিতে ছিটকে পড়ার আগ পর্যন্ত ছিলেন বর্ষসেরা রান সংগ্রাহকের দৌড়ে। কিন্তু সবকিছু হঠাৎ করেই যেন বদলে দেয় পায়ের ইনজুরি। গলফ খেলতে গিয়ে পা পিছলে ইনজুরিতে পড়েন। চোট এতটাই ভয়াবহ ছিল যে, খেলতে পারেননি সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অবশেষে প্রায় ১০ মাস পর মাঠে ফিরছেন বেয়ারস্টো। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়েছে তারকা এই উইকেটকিপার ব্যাটারকে। মর্যাদার অ্যাশেজের আগে যা ইংলিশ শিবিরে স্বস্তি দেবে।
গেল বছরের আগস্টে ভয়াবহ ইনজুরিতে পড়ার পর এক বার্তায় বেয়ারস্টো বলেছিলেন, ‘আমার পায়ের হাড় তিন জায়গায় ভেঙে গিয়েছিল, সে জন্য পায়ে প্লেট বসাতে হয়েছে। গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। কবে মাঠে ফিরব, বলা যাচ্ছে না। আপাতত দুই পায়ে ঠিকঠাকভাবে দাঁড়ানোর কথা ভাবছি। এটা নিশ্চিত যে ২০২২ সালে আর ফিরতে পারব না। দুঃসময়ে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
— England Cricket (@englandcricket) May 16, 2023
পুনর্বাসন প্রক্রিয়া শেষে বেয়ারস্টো ফিরলেও ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেন ফোকস। এছাড়া ইনজুরির কারণে নেই জোফ্রা আর্চারও। অন্যদিকে, চোট শঙ্কা থাকলেও দলে আছেন জেমস আন্ডারসন। ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন অ্যান্ডারসন। গত বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়া ম্যাচটির প্রথম দিনে ১৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। পরদিন থেকে আর মাঠে নামেননি এই পেসার। পরে ম্যাচ শেষে রোববার অ্যান্ডারসনের অনুপস্থিতির কারণ জানায় ইসিবি। বিবৃতিতে বলা হয় ‘ডান কুঁচকিতে সামান্য টান লাগার’ কথা।
অ্যাশেজের প্রস্তুতি হিসেবে আইরিশদের বিপক্ষে ম্যাচটিতে নেতৃত্বে থাকছেন বেন স্টোকস। যদিও চোট শঙ্কা আছে তারও। যে কারণে অ্যাশেজের আগে বাড়তি সতর্কতা হিসেবে মাত্র দুই ম্যাচ খেলেই আইপিএল ছাড়েন ১৬ কোটি ২৫ লাখ রুপির স্টোকস।
অ্যাশেজের আগে পহেলা জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জেমস আন্ডারসন, জোনাথন বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথিউ পটস, ওলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।