ফিরেই নাসিরের সেঞ্চুরি
ঢাকার ক্রিকেটে বছর খানেক পর ফিরেই নিজেকে চেনালেন নাসির হোসেন। বিয়ের পর তাকে ঘিরে যখন বিতর্কের ঝড় তখন ব্যাট হাতে বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি। বুধবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনেই রংপুরের এ ক্রিকেটার পেয়ে গেলেন সেঞ্চুরি।
এবারের লিগ শুরুর আগে নাসির বলেছিলেন, ৬ ম্যাচে অন্তত ৮০০ থেকে ১০০০ রান করতে চান তিনি। সেই লক্ষ্য পূরণের পথে দারুণ সূচনা ডানহাতি এ ব্যাটসম্যানের। এ টুর্নামেন্টের শুরুতেই পেলেন তিন অঙ্কের দেখা। শতক হাঁকাতে খেললেন ২২০টি বল। ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা।
বুধবার ৯৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন নাসির। অনেক ধীর গতিতে খেলে তুলে নেন সেঞ্চুরি। ঢাকা বিভাগের নাজমুল ইসলাম অপুর বল মিড উইকেটে পাঠিয়ে ৯৯ থেকে শতরানে পা রাখেন নাসির। যদিও সেঞ্চুরির পর তেমন করে উদযাপন করেননি তিনি!
এটি প্রথম শ্রেণির ক্রিকেটে নাসিরের অষ্টম সেঞ্চুরি। গত লিগের পঞ্চম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ১৬১* রানের এক ইনিংস খেলেন। এবার সেঞ্চুরি করেই ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
লাল-সবুজের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন ২০১৮ সালের গোড়ার দিকে। এরপর ৩ বছর কেটে গেছে। ফের জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর নাসির।
এটি/এনইউ