সাবিনারা হ্যাভিয়েরের অনুপ্রেরণা
আগামী মাসের তৃতীয় সপ্তাহে সাফ চ্যাম্পিয়নশীপ। এই চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ এবার বাংলাদেশের জন্য একটু ভিন্ন রকম। কারণ সাফের নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাবিনাদের শিরোপা জামালদের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে বাড়তি চাপে রাখছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এটা আমি চাপ মনে করি না। বরং নারী দলের শিরোপা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি। তারা চ্যাম্পিয়ন হয়েছে আমরা এতে উৎসাহিত বোধ করি।'
২০০৯ সালের পর থেকে বাংলাদেশ গ্রুপ পর্বের গন্ডি পার হতে পারছে না। এবার দক্ষিণ এশিয়ার বাইরের আরও দুই দল সংযুক্ত হওয়ায় বাংলাদেশের জন্য পরিস্থিতি একটু জটিল। এরপরও আশা ছাড়ছেন না স্পেনিশ কোচ হ্যাভিয়ের, 'আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনালে খেলা। এটা অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা আশাবাদী সেই চ্যালেঞ্জ উত্তরণ করতে পারব।'
১৫ মে’র মধ্যে ৩৫ জন ফুটবলারদের প্রাথমিক তালিকা দেয়ার গাইডলাইন সাফের। সেই অনুসারে কোচ ৩৫ জনের তালিকা তৈরি করেছেন। এই তালিকা প্রকাশ না করলেও গণমাধ্যমে বলেছেন, '৫-৮ জনের মতো নতুন মুখ রয়েছে। ৪ জুন থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। ৩৫ জনের তালিকা থেকে সাত/আট জন কমানো হবে।’
ক্যাবরেরার কাছে নতুন মুখ হলেও কয়েকজন বিভিন্ন সময় জাতীয় দলে ডাক পেয়েছেন। আজ প্রকাশিত ৩৫ জনের মধ্যে জাতীয় দলে প্রথমবারের মতো তালিকাভুক্ত হয়েছেন এমন দুই ফুটবলার হলেন মোহামেডানের মুরাদ হাসান ও ফর্টিজের রফিকুল ইসলাম।
গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছিল অঘটনের। বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী দুই জায়ান্টই হেরেছে। তাদেরকে পরাজিত করা দুই দল পুলিশ ও চট্টগ্রাম আবাহনীর ফুটবলার সম্পর্কে কোচের পর্যবেক্ষণ, 'কালকের ম্যাচে প্রমাণিত হয় বাংলাদেশের লিগ প্রতিদ্বন্দিতাপূর্ণ এবং সব দলেই ভালো খেলোয়াড় রয়েছে। পুলিশ এবং চট্টগ্রাম আবাহনীর উপর আমার দৃষ্টি রয়েছে।'
আজকের জাতীয় দল কমিটির সভায় কোচিং স্টাফ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মার্চ উইন্ডোতে কাজ করা সহকারি কোচরা আসন্ন সাফেও কাজ করবেন। শুধু ফিজিওথেরাপিস্টে পরিবর্তন আসছে। কয়েক দিনের মধ্যে ফিজিওথেরাপিস্টের বিষয়টি চূড়ান্ত করবে জাতীয় দল কমিটি।
এজেড/এইচজেএস