ভেনেজুয়েলিয়ানের কাছে হারল কিংস
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ১৫ তম ম্যাচে এসে প্রথম হারের তেতো স্বাদ পেল বসুন্ধরা কিংস। ময়মনসিংহে অনুষ্ঠিত লিগের ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-১ গোলে বসুন্ধরা কিংসকে হারায়।
বসুন্ধরা কিংস চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিল। গত সপ্তাহ থেকে হঠাৎ ছন্দপতন। ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে হারে অস্কারের শিষ্যরা। সেই হারের দিন তিনেক পরেই লিগেও হারের অভিজ্ঞতা নিল কিংস।
বসুন্ধরা কিংসকে আজ হারিয়েছে মুলত পুলিশের ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিও। দুই অর্ধে তার দেওয়া দুটি দারুণ গোলেই বসুন্ধরা কিংস পরাজিত হয়। মরিও অসাধারণ দক্ষতার পাশাপাশি কিংসের রক্ষণভাগও সমান দায়ী গোল হজমের জন্য।
বিরতির আগে ১-০ গোলে পিছিয়ে ছিল কিংস। বিরতির দ্বিতীয় মিনিটেই রাকিবের গোলে সমতা আনে কিংস। ফেডারেশন কাপের সেমিফাইনালে কিংসের ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো খেলতে পারেননি। আজ সমতাসূচক গোলের যোগানদাতা ছিলেন তিনিই। ম্যাচে সমতা আনার কয়েক মিনিট পর কিংস মুহুমুহু আক্রমণ করে। পুলিশ সেই আক্রমণ সামাল দিয়ে কাউন্টার অ্যাটাকে এডওয়ার্ড মরিও আরেক গোল করলে পুনরায় লীড পায়।
অস্কার ব্রুজন একাধিক খেলোয়াড় বদল করেও ম্যাচের স্কোরলাইন পরিবর্তন করতে পারেনি। পুলিশের বদলি গোলরক্ষক তুষার দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় আঘাত পান। তার শ্রশুষায় অনেক সময় ব্যয় হওয়ায় ইনজুরি সময় ১৬ মিনিট ছিল। এত সময় পেয়েও কিংস সমতা আনতে পারেনি।
১৫ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ৪০। লিগের চতুর্থ শিরোপার জন্য তাদের আরো নয় পয়েন্ট প্রয়োজন। কিংসকে হারানো পুলিশ সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
এজেড/এফআই