বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে আসন্ন এশিয়া কাপকে ঘিরে তৈরী হয়েছে চরম অনিশ্চয়তা। কারণ পাকিস্তানের মাটিতে খেলা নিয়ে আপত্তি ভারতের। একই কারণে আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে যেতে চায় না পাকিস্তানও। তবে দুই টুর্নামেন্টেই হাইব্রিড মডেল চালু করার কথা ভাবছেন অনেকেই। সেক্ষেত্রে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো বাংলাদেশের মাটিতে খেলতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি চেয়ারম্যান বলেন, ভারত ছাড়া আর কোনো দেশের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। এখন ভারতের কারণে হাইব্রিড মডেল চালু হলে একই নিয়ম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও কার্যকর হতে হবে। সে ক্ষেত্রে পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে হতে পারে বলে মন্তব্য তাঁর, ‘এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা অন্য কোথাও খেলব। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাব।’
অচলাবস্থায় থাকা এশিয়া কাপ নিয়ে বৃহস্পতিবার ভারতের স্পোর্টস তাককে সাক্ষাৎকার দেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। এই মুহূর্তে পিসিবির অবস্থান কী প্রশ্নে শেঠি হুমকির সুরে বলেন, ‘ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত।’
বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর ক্ষেত্রে ভারত সরকারের অনুমতি না থাকার কথা বলে থাকে। শেঠি বলেন, বিশ্বকাপের ক্ষেত্রে একই যুক্তি দেবে পিসিবিও, ‘ভারতের সরকার যদি বিসিসিআইকে পাকিস্তানে দল পাঠাতে নিষেধ করে, আমাদের সরকারও ভারতে বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেবে না।’
এইচজেএস