ভারতকে পেছনে ফেলল পাকিস্তান, বাংলাদেশ কোথায়?
বিশ্বকাপের বছরে দারুণ ছন্দে পাকিস্তান। আইসিসি র্যাঙ্কিংয়ে বাবর আজমদের জয়জয়কার। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দারুণ সিরিজ কাটিয়ে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম চার জনের মধ্যে তিনজনই এখন পাকিস্তানের। এবার একদিনের ক্রিকেটের বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়েও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে শীর্ষ দুইয়ে ওঠে এসেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১১ মে) বার্ষিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। তাতে ১১৮ রেটিং নিয়ে সবার ওপরে অবস্থান করছে এই ফরম্যাটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে নিয়েও শঙ্কা
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ে পাঁচে ছিল বাবর আজমরা। এরপর টানা চার জয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে আসে তারা। যদিও তাদের শীর্ষস্থান টিকেছে মোটে ৪৮ ঘণ্টা। শেষ ওয়ানডেতে হেরে তৃতীয় স্থানে নেমে আসে পাকিস্তান। দুইয়ে ছিল ভারত। এবার হালনাগাদ র্যাঙ্কিংয়ে রোহিতদের তিনে ঠেলে ফের দুইয়ে ওঠে এসেছে বাবর আজমরা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে মিউজিক্যাল খেলা চলছিল কদিন ধরেই। র্যাঙ্কিংয়েও সেটির ছাপ দেখা গেল। সেরা তিন দল-অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারতের মধ্যে ব্যবধান খুবই কম। অস্ট্রেলিয়ার রেটিং ১১৮, পাকিস্তানের ১১৬ আর ভারতের ১১৫।
— ICC (@ICC) May 11, 2023
এছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবি হলেও র্যাঙ্কিংয়ে চারে আছে গেল বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। তাদের রেটিং ১০৪। এছাড়া পাঁচ ও ছয়ে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রেটিং ১০১।
আরও পড়ুন : সাকিবের হাতে আইসিসির পুরস্কার
র্যাঙ্কিংয়ে নিজেদের আগের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ৯৭ পয়েন্ট নিয়ে সাতে আছে তামিম ইকবাল বাহিনী। তবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে টপকে আটে ওঠে এসেছে আফগানিস্তান।
এফআই