তদন্ত কমিটিতে ৩ জনকে তলব
দেশের ফুটবলে আজকের বিকেল ছিল বেশ ব্যস্ততাময়। বিকেলে রাজধানীর এক হোটেলে ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ যখন সংবাদ সম্মেলন করছিলেন। সেই সময় বাফুফে ভবনে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটি ফিফা কর্তৃক আনীত অভিযোগ আরো গভীরভাবে খতিয়ে দেখছিলেন।
তদন্ত কমিটির আজ ছিল দ্বিতীয় সভা। রোববার প্রথম সভায় কমিটি তাদের কর্মপরিধি ও পন্থা ঠিক করেছিল। আজ দ্বিতীয় সভায় তদন্তের স্বার্থে বাফুফের তিনজন এক্সিকিউটিভকে আলাদাভাবে ডাকা হয়েছিল। প্রত্যেকের সঙ্গে তদন্ত কমিটি আলাদা আলাদাভাবে বিষয়গুলো জানার চেষ্টা করেছে।
তদন্ত কমিটির তৃতীয় সভা আগামী শনিবার অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সেই সভা আরো কয়েকজনকে ডাকা হতে পারে। তদন্ত কমিটির আহ্বায়ক কাজী নাবিল আহমেদ জাতীয় দল কমিটিরও প্রধান। সেই দিন জাতীয় দল কমিটির সসভাও রয়েছে। ঐ সভাতে সাফে কোচিং স্টাফ, ম্যানেজারসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় চূড়ান্ত হবে।
এজেড/এফআই