সংবাদ সম্মেলনে সোহাগ
গত ১৪ এপ্রিল ফিফা নিষেধাজ্ঞার পর আজই প্রথম গণমাধ্যমের সামনে আসলেন বাফুফে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। হোটেল ইন্টারকন্টিনেটালে বিকেল চারটায় সংবাদ সম্মেলনে আসেন তিনি।
ফিফা থেকে নিষিদ্ধ হওয়ার পরদিন আইনজীবী আজমামুল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ক্রীড়াঙ্গনের একটি গ্রুপে দেন সোহাগ। এরপর থেকে তিনি মিডিয়ার কারও সঙ্গে কোনো যোগাযোগ করেননি। ফোন কল কিংবা মেসেজেরও কোনো রিপ্লাই দেননি সাবেক বাফুফে সম্পাদক। এমনকী তার আইনজীবী আজমামুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সর্বশেষ গতকাল ফিফার সিদ্ধান্ত নিয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দেন সোহাগ। স্পোর্টস মিডিয়া ক্রীড়াঙ্গনের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে সোহাগ নিজেই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র দেন।
এদিকে, ২১ দিন পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার কথা ছিল। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সোহাগ কিছু জানায়নি। আজকের সংবাদ সম্মেলনে এই সব বিষয় আলোচনা হতে পারে।
অন্যদিকে, ফিফা থেকে ২ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সোহাগকে। সেই জরিমানা এক মাসের মধ্যে পরিশোধের সময়সীমা বেধে দেয় ফিফা। তিনি সেই অর্থ পরিশোধ করেছেন কিনা সেটাও জানা যায়নি।
এজেড