আর্চারকে হারিয়ে যাকে দলে ভেড়াল মুম্বাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর থেকে আগেই ছিটকে গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার জোফরা আর্চার। তবে তার বদলি কে হবেন সেটা নিয়ে জল্পনা চলছিল। রোহিত শর্মার দল এবার গতিময় ইংলিশ পেসারের বদলি খেলোয়াড়ের নাম জানিয়েছে। আর্চারের জাতীয় দলেরই সতীর্থ ক্রিস জর্ডানকে দলে ভিড়িয়েছে তারা।
এবারের আইপিএলের বাকি ম্যাচগুলোতে মুম্বাইয়ের জার্সিতে দেখা যাবে জর্ডানকে। আর্চার শুধুমাত্র পেসার হলেও জর্ডান পেস বোলিং অলরাউন্ডার। বল হাতে ভালো করার পাশাপাশি ইংলিশ এই ক্রিকেটার ব্যাট হাতেও দলের হয়ে অবদান রাখার ক্ষমতা রাখেন।
আরও পড়ুন >> আইপিএলে প্রথম যে কীর্তি গড়লেন কোহলি
জর্ডানকে দলে নেওয়ার বিষয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সামাজিক মাধ্যম পেইজে জানানো হয়, ‘এই মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য জর্ডান মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন। আর্চারের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে নিজের চোট সারিয়ে তোলার লক্ষ্যে ইংল্যান্ডে ফিরে যাবে আর্চার।’
— Mumbai Indians (@mipaltan) May 9, 2023
এর আগে ২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় জর্ডানের। বিশ্বের নামী এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৮টি ম্যাচ খেলেছেন ইংলিশ এই পেস অলরাউন্ডার। আইপিএলে জর্ডানের উইকেট সংখ্যা ২৭টি।
আরও পড়ুন >> আইপিএলে রান বন্যার রহস্য জানালেন মুডি
চলতি মৌসুমে নিজের পুরনো চোট কাটিয়ে আর্চার মুম্বাই শিবিরে যোগ দেন। প্রথম দিকে কয়েকটা ম্যাচও খেলেন তিনি। সব মিলিয়ে এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি পাঁচটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন দুটি উইকেট। তারপরই এই গতিতারকা আবার পুরনো চোটে ভুগতে থাকেন। সূত্রমতে জানা গেছে, কনুইয়ে অস্ত্রোপচার করতে হবে তাকে।
এসএইচ/এএইচএস