বাবরের পছন্দের ক্রিকেটার যে চার জন
ওয়ানডে ক্রিকেটে দারুণ ছন্দে পাকিস্তান। বিশ্বকাপের বছরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার জয়ে ইতিহাসে প্রথমবারের মতো ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে এসেছে ম্যান ইন ব্লুরা। যেখানে সামনে থেকে পারফর্ম করে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক বাবর আজম। চোখের জন্য আরামদায়ক সব শটে তিনি রানের ফোয়ারা ছুটিয়ে চলছেন। ফলে সম্প্রতি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেও ওঠে এসেছেন বাবর। গড়েছেন ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের বিশ্বরেকর্ডও।
দুর্দান্ত ছন্দে থাকা বাবরের প্রশংসায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিদায়ী পিসিবি প্রধান রমিজ রাজা যেমন বাবরের তুলনা টানছেন স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে, ‘বাবর আজম ডন ব্র্যাডম্যানের চেয়ে কম নয়। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে বিশ্বের সেরা ক্রিকেটার। এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে এ ধরনের ধারাবাহিক খেলোয়াড় আমি আর দেখিনি।’
অনেকের চোখেই বাবর সেরা ক্রিকেটার। তবে পাক অধিনায়কের পছন্দের তালিকায় কারা আছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে আধুনিক ক্রিকেটে নিজের পছন্দের চার ক্রিকেটারের নাম জানিয়েছেন বাবর। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও জস বাটলার ছাড়াও পাক অধিনায়কের পছন্দের তালিকায় আছেন স্বদেশি আব্দুল্লাহ শফিকও।
ক্রিকউইককে বাবর বলেন, আমি বেশিরভাগ ব্যাটারদের ব্যাটিং অনুসরণ করার চেষ্টা করি। কখনো মিস করে ফেললে পরে অন্তত হাইলাইটস দেখার চেষ্টা করি। আমি কেন উইলিয়ামসনের ব্যাটিং দারুণভাবে উপভোগ করি। এছাড়া আব্দুল্লাহ শফিকের ব্যাটিংও ভালো লাগে। পাক এই সতীর্থর খেলার ধরণ পছন্দ বাবরের। শফিক সম্পর্কে তার মন্তব্য, সে স্টাইলিস্ট ব্যাটার।
বাবরের পছন্দের তালিকায় আছেন ২৮ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার জো রুট। বিশ্বের যে কোনো কন্ডিশনে রান করার সক্ষমতার জন্য রুটকে ভালো লাগে বাবরের। এছাড়া আক্রমণাত্মক ব্যাটিং ও দ্রুত রান তোলার জন্য জস বাটলারের ব্যাটিং উপভোগ করেন বাবর।
এফআই