মোহামেডানের ছন্দপতন
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ দু’টি ম্যাচ ছিল। শেখ রাসেল ও রহমতগঞ্জ নিজ নিজ ম্যাচে জিতেছে। সাবেক জাতীয় অধিনায়ক আলফাজ আহমেদের অধীনে মোহামেডান দ্বিতীয় লেগে দারুণ ছন্দে ছিল। টানা কয়েকটি জয়ের পর আজ খানিকটা ছন্দপতন হয়েছে।
শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে আলফাজের মোহামেডান ১-২ গোলে হেরেছে। ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য ছিল। তিনটি গোলই দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে কেনেথের গোলে জুলফিকার মাহমুন মিন্টুর শেখ রাসেল লীড নেয়। ১৬ মিনিট পর মোহামেডানের নাইজেরিয়ান সানডে ম্যাচে সমতা আনেন। ৭৮ মিনিটে এমফোন উদোর গোলে রাসেলের জয় নিশ্চিত হয়।
এই জয়ে শেখ রাসেলের পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে অনেক। শেখ জামাল ও মোহামেডানের চেয়ে এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। অন্য দিকে সাদা-কালোরা ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ ৩-২ এফসি উত্তরাকে হারায়। এই জয়ে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ টেবিলের নবম স্থানে। আর ১৩ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এফসি উত্তরা।
এজেড/এইচজেএস