ভুবনেশ্বর ব্যাটিংয়ে নামলেই হারে তার দল
বাইশ গজে ভুবনেশ্বর কুমারের মূল কাজটা বল হাতে। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতেও মাঝে-মধ্যেই দেখা যায় এই পেসারকে। জাতীয় দলের জার্সিতে একজন লেজের সারির ব্যাটার হিসেবে তার পরিসংখ্যান খুব একটা খারাপ না। বরং টেস্ট ও ওয়ানডেতে হাদ সেঞ্চুরি আছে তার। অথচ আইপিএলে ব্যাট হাতে তিনি যেন নিজের দলের জন্যই এক আতঙ্কের নাম! কারণ প্রতিপক্ষের রান তাড়ায় তিনি যতবার ব্যাটিংয়ে নেমেছে, প্রত্যেকবারই হেরেছে তার দল।
গতকাল কলকাতার কাছে ৫ রানে হারের ম্যাচেও শেষদিকে ব্যাটিংয়ে নেমেছিলেন ভুবনেশ্বর। কিন্তু দলকে জেতাতে পারেননি। এখনও পর্যন্ত আইপিএলে রান তাড়ায় ব্যাট হাতে ৩৪ বার মাঠে নেমেছেন ভুবনেশ্বর। এই ৩৪ ম্যাচের প্রত্যেকটিতেই তার দলের সঙ্গী হয়েছে হার।
শেষ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের প্রয়োজন ছিল ৯ রান, হাতে ছিল ৩ উইকেট। এমন সমীকরণের সামনে নীতিশ রানা বল তুলে দেন বরুণ চক্রবর্তীর হাতে। প্রথম বলে ১ রান দেন তিনি। তার দ্বিতীয় বল থেকে লেগবাই হিসেবে আরও একটি রান পায় হায়দরাবাদ। নিজের তৃতীয় বলে বরুণ তুলে নেন আবদুল সামাদকে। হায়দরাবাদের তখন ৩ বলে প্রয়োজন ৭ রান। পরের বলটি ডট। পঞ্চম বল থেকে আসে ১ রান। জয়ের জন্য হায়দরাবাদের তখন ১ বলে দরকার ৬ রান। কিন্তু শেষ বলটিতে কোনো রান নিতে পারেনি তারা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১৬৬ রান তুলতে পারে হায়দরাবাদ। তাতে ৫ রানের জয় পায় ওপার বাংলার দলটি।
এইচজেএস