আইপিএল : লখনউয়ের পিচ নিয়ে জোর বিতর্ক!
বহু কষ্টে পার হচ্ছে ১০০ রান। এতেই থামছে ইনিংস। রান তাড়া করতে গিয়েও পড়তে হচ্ছে সমস্যায়। লখনউয়ের একানা স্টেডিয়ামের পিচ নিয়ে এ বার এমনই সমস্যা দেখা দিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে এই স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল। দুই ইনিংস মিলিয়ে মোট ২০০ রান ওঠে। এরপর আইপিএল শুরুর ৫০ দিন আগে, ফেব্রুয়ারিতে পিচ নতুন করে বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তাতেই দেখা দেয় বিপত্তি। জানা যাচ্ছে, লখনউয়ের পিচ দেখার জন্যে বোর্ড কিউরেটরদের একটি প্যানেল পাঠায়। ওরা কম সময়ের মধ্যে পিচে ঘাস গজানোর সিদ্ধান্ত নেন।
বোর্ডের একটি সূত্র বলছে, বোর্ডের কিউরেটররা ইউপিসিএকে নির্দেশ দেয় নতুন করে পিচ তৈরি করার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাইরে থেকে লোক আনা হয় তার জন্যে। ঘাস গজানো শুরু হলে অন্তত ছ’সপ্তাহ পিচ ফেলে রাখতে হয়। কিন্তু গোটা সময়টা নিবিড়ভাবে দেখাশোনা করা দরকার। ইউপিসিএ অনেক টাকা খরচ করেছে পিচের জন্যে। কিন্তু কেউ সেটা দেখাশোনা করেনি। ফলে কোনো চেষ্টাই কাজে লাগেনি।
এই পিচ নিয়ে ক্ষুব্ধ সুপার জায়ান্টসও। ঘরের মাঠেই প্রাক মরসুম প্রস্তুতি সারতে পারেনি দল। তা করতে হয়েছে কোটলায়। ফলে প্রথম ম্যাচ খেলার আগে দলের ধারণাই ছিল না পিচটা কেমন আচরণ করবে। দিল্লি ম্যাচে পিচে এতটাই ঘাস ছিল যে বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না কতটা নীচে আসল পিচটা রয়েছে।
এনএফ