শামির গ্রেফতারি পরোয়ানার দাবিতে আদালতে সাবেক স্ত্রী
আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে দারুণ সময় কাটছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির। সর্বশেষ ম্যাচেও তিনি নির্ধারিত ৪ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। যদিও ম্যাচটি গুজরাট দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হেরে যায়। ম্যাচসেরা হওয়ার সেই দিনই তার বিরুদ্ধে আদালতে গেছেন সাবেক স্ত্রী হাসিন জাহান। সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে তিনি ভারতীয় পেসার শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বিবাহ বিচ্ছেদ মামলায় ২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন হাসিন। পরে মেয়ের পড়াশোনার খরচ চালাতে তিনি আরও ৩ লাখ টাকা চান। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। পাঁচ বছর লড়াইয়ের পর চলতি বছরের ২৩ জানুয়ারি রায় হয় সে মামলায়। যেখানে শামির বিরুদ্ধে জিতেন মডেল-অভিনেত্রী হাসিন। ফলে সাবেক স্ত্রীকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ দিতে হতো শামির।
পরবর্তীতে পশ্চিমবঙ্গের সেশন্স কোর্টের তরফে শামির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করা হয়। পাশাপাশি শামির মামলা খারিজ করে দেন দেশটির হাইকোর্ট। ফলে সুবিচার পাননি বলেই মনে হয়েছে হাসিন জাহানের। তাই সুবিচারের আশায় শামির বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তার স্ত্রী হাসিন জাহান। তার করা স্পেশাল পিটিশনে যাতে তারকা হওয়ার কোনো সুযোগ-সুবিধা শামি না পান, সেটিও উল্লেখ করা হয়েছে।
ভারতীয় ফাস্ট বোলার শামি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। এই দম্পতির মেয়ে আইরা এখনও হাসিনের সঙ্গেই থাকেন। হাসিনের একটা সময়ে আদালতে দাবি ছিল, শামি আদালতে তার সঠিক আয় না দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করছেন। ফলে তাকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়।
হাসিনের অভিযোগ ছিল, ভারতীয় দলের সঙ্গে বিভিন্ন সফরে থাকাকালে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শামি। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে তিনি একইসঙ্গে স্বেচ্ছাচারিতা ও ব্যভিচারের অভিযোগ আনেন। সে অভিযোগের ভিত্তিতে এই পেসারের একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।
এএইচএস