রিয়াল-সিটি ম্যাচের আগে আগুনে ঘি ঢাললেন জাভি
চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে হারিয়ে ইতোমধ্যে তারা প্রিমিয়ার লিগের শিরোপা-দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। এরপরই তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচ। এই লড়াইয়ে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদই তাদের প্রতিপক্ষ। বর্তমান এই চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের চাঙা করে নিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি। অন্যদিকে, স্প্যানিশ লিগের খেলায় হোঁচট খেয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। সেই পরিস্থিতিতেই দল দুটিকে নিয়ে মন্তব্য করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ।
বর্তমান সময়ে ইংলিশ ক্লাব ম্যানসিটিকে ইউরোপের সেরা বলে মনে করছেন এই স্প্যানিশ কোচ। পেপ গার্দিওলার শিষ্যদের খেলা অন্যান্য দলের জন্য মডেল বলেও তিনি মন্তব্য করেছেন।
মুখোমুখি লড়াইয়ে সিটির কাছে আর্সেনালের পা ফসকানোর আগে আর্সেনাল অনেকটা উড়ন্ত গতিতেই আগাচ্ছিল। সেই কারণেই প্রিমিয়ার লিগে গানারদের এগিয়ে রেখেছিলেন অনেকেই। তবে সেই সমীকরণ উল্টে দেন কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হলান্ডরা। এরপরই মূলত আলোচনা শুরু হয় সিটির ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে। আর্সেনালকে হারানোর আগেই এফএ কাপের ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠায় এখন সিটির সামনে সুবর্ণ সুযোগ।
একই প্রসঙ্গ ওঠে আসে স্কাই স্পোর্টসের জাভির সাক্ষাৎকারেও। সিটির ট্রেবল জয় কতোটুকু ন্যায্য হবে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, এটা (ন্যায্য) হবে। আমার মতে, তারা এই মুহূর্তে বিশ্বের সেরা দল। তাদের বিশ্বের সেরা ম্যানেজার রয়েছে এবং তারা যে ফুটবল খেলে তা আমাদের জন্য একটি মডেল হওয়া উচিত।’
অথচ গত সপ্তাহেই লা লিগায় দারুণ ফুটবল উপহার দেওয়ায় সংবাদ সম্মেলনে বার্সেলোনার দারুণ প্রশংসা করেছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। জাভিকে মনে করিয়ে দেওয়া হয় সেই কথাও। তখন উল্টো গত মৌসুমের কথা মনে করিয়ে দেন জাভি। সেবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় রিয়ালকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।
বার্সা কোচ বলছেন, ‘আমরা গত বছর রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানিয়েছিলাম। পেশাদাররা সবাই জানেন যে সেরা দল হলো সেই দল যারা লা লিগা জেতে, সবচেয়ে শক্ত এবং সবচেয়ে ধারাবাহিক দল। নকআউট প্রতিযোগিতা একটু বেশি অন্যায্য হতে পারে। কিন্তু, লা লিগায় সাফল্য আপনাকে মনে করায় আপনি ভালো কাজ করেছেন। শিরোপা এখনও জিতিনি, তবে আমি তার মন্তব্যের জন্য কৃতজ্ঞ।’
প্রতিযোগিতাটা যদি হয় চ্যাম্পিয়ন্স লিগ, তবে পরিস্থিতি যেমনই হোক আলাদা করে গুরুত্ব দিতেই হয় রিয়াল মাদ্রিদকে। এ আসরের সবচেয়ে সফল দল তারা। বর্তমান চ্যাম্পিয়নও বটে। এবারও সেমিফাইনালে উঠেছে দলটি। কিন্তু সেই সেমিতে তাদের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকেই এগিয়ে রাখছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
এর আগে সেই ১৯৯৮/৯৯ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জিতে একমাত্র ইংলিশ লিগের দল হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ বছর পর সিটিজেনদের তাদের স্পর্শ করার সুযোগ রয়েছে।
এএইচএস