মোহামেডানের বিপক্ষে আবাহনীর চ্যালেঞ্জিং পুঁজি
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে সুপার লিগের ম্যাচে আবাহনী সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আজ (সোমবার) দিনের শুরুতে ব্যাট করতে নামে আবাহনী দল। তবে দলের হয়ে এদিন দুই ওপেনার ভালো শুরু এনে দিতে পারেননি। পরবর্তীতে মোসাদ্দেক হোসেনের ৬৩ এবং জাকের আলী অনিকের ৬৩ রানে ভর করে মোহামেডানকে চ্যালেঞ্জিং পুঁজি ছুড়ে দেয় আবাহনী।
ব্যক্তিগত ১১ রানে ফিরে যান এনামুল হক বিজয়। নাজমুল ইসলাম অপুর বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তারকা এই ব্যাটার। এরপর আরেক ওপেনার নাইম শেখও পারেননি ইনিংস বড় করতে। পেসার মুশফিক হাসানের বলে কাটা পড়ে সাজঘরে ফেরেন মোটে ২ রান করেই।
দলের হাল ধরার চেষ্টা করেন মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেন। তবে ব্যক্তিগত ১৯ রানের মাথায় বিদায় নেন জয়। এরপর জাকের আলী অনিককে নিয়ে এগিয়ে যেতে থাকেন আফিফ। তবে ৩৬ রানে থাকা অবস্থায় আফিফ প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ করেন ২৯ রান। শেষদিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত খেলেন দারুণ এক ইনিংস। আবাহনীর এই ব্যাটার করেন ৬৩ রান। এছাড়া ১৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন।
মোহামেডানের হয়ে মুশফিক হাসান এবং শুভাগত হোম ২ টি করে উইকেট সংগ্রহ করেন। এছাড়া ১ টি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং নাজমুল ইসলাম অপু।
এসএইচ