চূড়ান্ত পর্বে চোখ বাংলাদেশের
সানজিদা-কৃষ্ণাদের পরবর্তী ব্যাচ রুমা-সুরভীরা। তাদের প্রথম বিদেশ সফর ছিল এই সিঙ্গাপুর। সেই সফরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে উঠেছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন রুমাদের প্রশংসাই করেছেন, 'তারা দুই ম্যাচেই ভালো খেলেছে। বিশেষ করে আজ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে যেভাবে খেলেছে তা অসাধারণ।'
আজকের ম্যাচের জয়ের নায়ক সুরভী আকন্দ প্রীতি। পেনাল্টি থেকে তার জোড়া গোলেই বাংলাদেশ জয়ের ভিত পায়। ম্যাচ পরবর্তী সম্মেলনে এসেছেও প্রীতি। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে, 'আমরা শুরু থেকেই চাপের মধ্যে খেলেছি। গোলের সুযোগ পেয়ে গোল করেছি।’
এই টুর্নামেন্টের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড সেপ্টেম্বরে। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের দৃষ্টি চূড়ান্ত পর্বে, 'প্রথম পর্বের আট গ্রুপের আট চ্যাম্পিয়ন পরের বাছাইয়ে অংশ নেবে। আমাদের লক্ষ্য থাকবে সেই বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয়া।' ছোটনের এই আত্মবিশ্বাসের কারণ আগের দুই আসরে মূল পর্ব খেলা, 'আমাদের মেয়েদের ( সানজিদাদের) আগরে দুই আসরে চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড রয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক।’
২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অ-১৬ বাছাইয়ে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরের বছর থাইল্যান্ডে চূড়ান্ত পর্বে খেলে। ২০১৮ সালে এএফসি অ-১৬ টুর্নামেন্টের বাছাই দুই রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে মিয়ানমারে অংশ নেয়। মিয়ানমারে গ্রুপ সেরা হয়ে ২০১৯ এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশীপের মূল পর্বেও খেলেছিল বাংলাদেশ। এই বছর থেকে টুর্নামেন্টের বয়সসীমা এক বছর বাড়িয়ে ১৭ করা হয়েছে।
বাংলাদেশ দল ম্যাচ শেষেই হোটেলে ফিরেই দ্রুতই বিমানবন্দরের দিকে রওনা হতে হচ্ছে। সিঙ্গাপুর সময় ভোররাত সাড়ে তিনটায় ফ্লাইট। ইতোমধ্যে এগারোটার বেশি বাজায় ফুটবলাররা সিঙ্গাপুর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
এজেড/এইচজেএস