পাকিস্তানের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে চারদিনের ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশের যুবাদের। প্রথম দিনে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল স্কোরবোর্ডে তুলতে পেরেছে মাত্র ১৪৯ রান। দলের হয়ে একমাত্র ফিফটি করেছেন পারভেজ জীবন। অধিনায়ক শাহরিয়ার সাকিব করেন ৪৮ রান।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দিন শেষে ২৬ ওভার খেলে বিনা উইকেটে পাকিস্তান সংগ্রহ করেছে ৭৬ রান। ফলে দিন শেষে এখনও টাইগারদের থেকে তারা পিছিয়ে রয়েছে ৭৩ রানে, হাতে রয়েছে ১০ উইকেট।
এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ইনিংসের শুরুতেই পাক পেসারদের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে স্বাগতিক ব্যাটাররা। স্কোরবোর্ডে ১০ রান তুলতে সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। ওপেনার আশিকুর রহমান শিবলি ১, আরেক ওপেনার মাজহারুল ইসলাম ডাক খেয়েছেন।
তিনে নামা আদিল বিন সিদ্দিকও রানের খাতা খুলতে পারেননি। এই দুইজন ছাড়াও ডাক খেয়েছেন একাদশের আরও দুই ব্যাটার। প্রথম দিনে বাংলাদেশ দল খেলতে পেরেছে মোটে ৫৯ ওভার। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন পারভেজ জীবন। এছাড়া অধিনায়ক শাহরিয়ার সাকিব করেন ৪৮ রান।
মূলত সাকিব এবং জীবনের ব্যাটের জুটির ৮১ রানে ভর করে তিন অঙ্কে পৌছায় বাংলাদেশ দল। শেষ দিকে ওয়াসি ১৮ রানে অপরাজিত থাকলেও ১৪৯ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে আমির হাসান নেন ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন মোহাম্মদ ইসমাইল।
এসএইচ/এইচজেএস