বসুন্ধরার জার্সি পৌঁছাল টটেনহ্যামে
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের কাছে বাংলাদেশি সমর্থকদের পক্ষ থেকে একটি জার্সি পাঠানো হয়। বসুন্ধরা কিংসের সেই জার্সি ইংলিশ ক্লাবটিতে পৌঁছেছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টটেনহ্যামের ম্যাচে ওই জার্সি হাতে দেখা যায় ক্লাবটির প্রকাশনা প্রধান জন রেনারকে।
জানা গেছে, বাংলাদেশের টটেনহ্যাম হটস্পারের অফিসিয়াল সমর্থক ক্লাবের (বাংলাদেশ স্পার্স) পক্ষ থেকে ওই জার্সিটি পাঠানো হয়েছিল। যেটি পরে হটস্পারের অফিসিয়াল সমর্থক ক্লাবের জার্সি সংগ্রহ বিভাগে সংরক্ষণ করা হবে।
Tottenham Hotspur meets Bashundhara Kings Bangladesh Spurs, the official supporters club of Tottenham Hotspur in...
Posted by Ahmed Shaaek on Friday, April 28, 2023
সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছেন বাংলাদেশ স্পার্সের সভাপতি মাশফিক খালিদ। বাংলাদেশ ছাড়ার আগে বসুন্ধরা কিংসের ফুটবলার তপু বর্মণ তার ক্লাব জার্সি খালিদের মাধ্যমে টটেনহ্যামের জন্য পাঠান। এরপর খালিদ তাদের ম্যাচ শেষ হলে জার্সিটি টটেনহ্যাম কর্মকর্তার হাতে হস্তান্তর করেন।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দেয় টটেনহ্যাম। ২-২ গোলের সমতায় ম্যাচটি শেষ হয়। এদিন টটেনহ্যাম নিজেদের মাঠে রেড ডেভিলদের আতিথ্য দিয়েছিল।
এএইচএস