সিঙ্গাপুরে জিততেই হবে বাংলাদেশকে
এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আজ (২৮ এপ্রিল) মাঠে নেমেছিল স্বাগতিক সিঙ্গাপুর। সেই ম্যাচে স্বাগতিকরা ৭-০ গোলে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে। ফলে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তুর্কমেনিস্তান।
আগামী রোববার (৩০ এপ্রিল) ডি গ্রুপের শেষ ম্যাচ। সিঙ্গাপুর ও বাংলাদেশের ম্যাচের পরই নির্ধারণ হবে ডি গ্রুপ থেকে কোন দল খেলবে পরের বাছাইপর্ব। এক ম্যাচ শেষে বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দলেরই সমান ৩ পয়েন্ট। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে বাংলাদেশ পিছিয়ে আছে। সিঙ্গাপুর তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৭ গোলে, আর বাংলাদেশ জিতেছিল ৬ গোলে। ফলে বাংলাদেশ ড্র করলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সিঙ্গাপুর পরের রাউন্ডে উঠে যাবে।
আজ ম্যাচের প্রথমার্ধে সিঙ্গাপুর ২-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর সেই স্কোরের সঙ্গে আরও চারটি গোল যোগ করে স্বাগতিক মেয়েরা। ফলে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ৬-০ ছিল। তবে ইনজুরি সময়ে আরেকটি গোল করে ৭-০ গোলের জয় পায় স্বাগতিকরা। শেষ গোলটিই বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুরকে এগিয়ে রেখেছে।
এদিকে, ম্যাচ না থাকায় আজ অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। তুর্কমেনিস্তানকে হারিয়ে ছোটনের শিষ্যরা এখন স্বাগতিক সিঙ্গাপুরকে মোকাবেলার অপেক্ষায়।
এজেড/এএইচএস