বাফুফে ইস্যু: ক্রীড়ামন্ত্রীকে সাবেক তারকাদের চিঠি
সারাদেশে ক্রীড়ামোদীদের আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মিয়ানমারে সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের না পাঠানো এবং ফিফা থেকে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নিষেধাজ্ঞায় সাধারণ ফুটবলপ্রেমীরা সমালোচনায় মুখর। সাবেক তারকা ফুটবলাররাও ব্যক্তিগতভাবে নানা মিডিয়ায় তীব্র সমালোচনা করেছেন ফেডারেশনের। আজ জাতীয় দলের সাবেক কয়েকজন তারকা ফুটবলার ও অধিনায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে ফুটবলের সাম্প্রতিক বিষয়ে আলোচনা করেন। সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফারের নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তারা মন্ত্রীর হাতে একটি স্মারকলিপিও তুলে দিয়েছেন।
গোলাম সারোয়ার টিপু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আব্দুল গাফফার, হাসানুজ্জামান খান বাবলু, কায়সার হামিদ, শফিকুল ইসলাম মানিক, ইমতিয়াজ সুলতান জনি,সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শেখ আসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্বেচ্ছায় পদত্যাগ দাবি করা হয়েছে।
তাদের মতে, ফিফা থেকে আর্থিক অসঙ্গতির জন্য সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বহিষ্কৃত হয়েছেন। এই দায় ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী কোনোভাবেই এড়াতে পারেন না। পাশাপাশি সাবেক ফুটবলারদের দৃষ্টিতে, সভাপতি শাসিত ফেডারেশনে সকল কিছুর দায়ভার সভাপতি কাজী সালাউদ্দিনকেই নিতে হবে; মাঠে যেমন ব্যর্থতা এবং প্রশাসনিক ব্যর্থতার ফলে সামগ্রিক দেশের ভাবমূর্তি সংকটের দায়ে সালাউদ্দিনেরও স্বেচ্ছায় পদত্যাগ চেয়েছেন তারা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাবেক তারকাদের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমে বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের প্রিয় খেলা। সাম্প্রতিক বিষয়াদি নিয়ে সবাই আলোচনা করছে। সাবেক তারকা ফুটবলার ও অধিনায়করা তাদের কিছু পর্যবেক্ষণ ও মতামত নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন।’এক্ষেত্রে তার মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে বলেন,‘সংসদীয় কমিটি থেকে একটি তদন্তের নিদের্শনা ছিল। আবার ফিফারও একটি নির্দেশনা রয়েছে। সব কিছু মিলিয়ে মিলিয়ে আমরা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করেই পদক্ষেপ গ্রহণ করব। ব্যক্তির জন্য দেশ যাতে সমস্যায় না পড়ে সেই বিষয়টি ভেবেই আমরা কাজ করব।’
মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার বলেন,‘সাবেক ফুটবলার হিসেবে দেশ ও জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি। ’
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুলের মতে,‘বাফুফের বর্তমান কমিটি সাধারণ ফুটবলপ্রেমী ও ক্রীড়াঙ্গনে সামগ্রিকভাবে নৈতিক অবস্থান হারিয়েছে। ফুটবলের বৃহত্তর স্বার্থে ফেডারেশনের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির পদত্যাগ করা উচিত’।
সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা ফুটবল সংগঠকও। নারী ফুটবলের শুরুর দিকে বাফুফের নারী উইংয়ের সম্পাদক ছিলেন ডানা। তার কাঠগড়াতেও সালাউদ্দিন-সালাম,‘সোহাগ একজন বেতনভুক্ত স্টাফ। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া সে কোনো কাজ করেনি ফলে এই দায় তাদেরকে নিতেই হবে।’
এজেড/এফআই