মুস্তাফিজদের কোচকে একাদশে খেলার পরামর্শ দিলেন হরভজন
আসরে এখনও পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। যেখানে দায়টা ওপেনারদেরও কম না। বিশেষ করে ওপেনিংয়ে সুপার ফ্লপ পৃথ্বী শ। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার রান পেলেও সমালোচিত হচ্ছেন ধীরগতির ইনিংস খেলে। এই সমস্যা সমাধানে দিল্লির সহকারী কোচ শেন ওয়াটসনকে দিয়ে ব্যাটিং ওপেন করানোর পরামর্শ দিয়েছেন হরভজন সিং।
ইতোমধ্যেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়াটসন। তবে যতদিন আইপিএলে খেলেছেন ব্যাটি-বোলিং দুই বিভাগেই দাপট ছিল তার। তবে এবার কোচ হিসেবে দিল্লির ডাগ আউটে সময়টা ভালো যাচ্ছে না তার। কারণ তার শিষ্যরা প্রতাশামতো ফলাফল এনে দিতে ব্যর্থ হচ্ছে।
হরভজন বলেন, 'আমি বলছি দিল্লি ক্যাপিটালসের শেন ওয়াটসনকে খেলানো উচিত। তিনি সম্প্রতি অবসর নিয়েছেন এবং এই মুহূর্তে দিল্লির ওপেনিং জুটি যেভাবে ফ্লপ হচ্ছে তা বিবেচনা করে ওয়াটসনকে প্রয়োজন হবে। তিনি দলের একটি ভালো বিকল্প হতে পারে।’
এদিকে অক্ষর প্যাটেল এবং মনীশ পান্ডের পারফরম্যান্সের প্রশংসা করেছেন হরভজন সিং। তিনি বলেন 'যে মনে হচ্ছে এই পিচে প্রথমে ব্যাট করতে গিয়ে দিল্লি দল ২৫ থেকে ৩০ রান কম করেছে। দিল্লির ব্যাটসম্যানরা মোটেও ভালো ব্যাটিং করেননি।'
'অক্ষর প্যাটেল এবং মণীশ পান্ডে যেভাবে ৫ উইকেটে ৬২ রান থেকে একত্রে ইনিংস পরিচালনা করেছেন, তাদের অবশ্যই প্রশংসা করতে হবে এবং দলের স্কোর ১৪৪ রানে নিয়ে যাওয়ার জন্যও তাদের কৃতিত্ব দেওয়া উচিত'-আরও যোগ করেন তিনি।
এইচজেএস