লঙ্কানদের বিপক্ষে জয়ের প্রত্যয় জাহানারার
শ্রীলঙ্কার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ নারী দল। দেশ ছাড়ার আগে জয়ের লক্ষ্যে নামার কথা জানিয়েছেন বাংলাদেশের তারকা পেসার জাহানারা আলম।
মঙ্গলবার (২৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলার মাঠে তিনি গণমাধ্যমের সামনে নিজেদের মিশনের কথা জানান। এই সময় জাহানারা লঙ্কানদের বিপক্ষে ভালো ফাইটিং ও প্রত্যাশিত রেজাল্ট নিয়ে ফেরার আশাবাদ প্রকাশ করেছেন।
টাইগ্রেস পেসার বলছেন, ‘ওদের মাঠে কতটা টাফ আসলে সেটা ডিপেন্ড করছে আমাদের পারফরম্যান্সের ওপর। তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে। তারা চেষ্টা করবে পিচও ওইভাবে তৈরি করার। কন্ডিশনটাও ওদের ফেভারে থাকবে। আমরা জানি যে, শ্রীলঙ্কায় অনেক গরম। তবে সেটা আমাদের জন্য অনেক বেশি ফ্যাক্ট হবে বলে মনে হয় না। আমি যতটুকু জেনেছি তারা ওইভাবে ব্যাটিং ট্র্যাক তৈরির চেষ্টা করছে। আশা করছি যে, তেমন টাফ কিছুই না। আমাদের প্রিপারেশন ভালো আছে। খুলনায় আমরা ভালো অনুশীলন করেছি। আমার মনে হচ্ছে ভালো ফাইটিং ম্যাচ হবে। ভালো রেজাল্ট নিয়ে আসতে পারব, ইনশা-আল্লাহ।’
জাহানারা বলছেন, সত্যি বলতে, টেকনিক্যালি বা অভিজ্ঞতার দিক থেকে শ্রীলঙ্কার চেয়ে আমরা এগিয়ে আছি। তারপরও বলব যে, পার্টিকুলার দিনে যে ভালো খেলে সেই জিতবে।
কিছুদিন আগে দুবাইতে লঙ্কান অধিনায়কের সঙ্গে একই দলে খেলেছেন জাহানারা। সেই প্রসঙ্গ টেনে এই পেসার বলেন, ‘সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের এগিয়ে রাখবে। যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমন একটা জায়গা, যেখানে আপনি কম্পিটিটিভ ম্যাচ খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সেখানে থেকে আমি, জ্যোতি ও রুমানা খেলে এসেছি। আমার ও জ্যোতির অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। বিশেষ করে, শ্রীলঙ্কার অধিনায়কের সঙ্গে একই দলে খেলার সুযোগ হয়েছে। আমি জানি তার দুর্বল পয়েন্ট, স্ট্রং পয়েন্ট ও মেন্টালিটি কী। এদিক থেকেও নিজেদের কিছুটা এগিয়ে রাখতে পারব।’
অভিজ্ঞতায় নিজেদের এগিয়ে রাখছেন এই বাংলাদেশি পেসার, ‘দেখুন, ব্যাক অব মাইন্ডে সবসময় থাকে সবগুলো ম্যাচই জিতব। পেছনের যে ম্যাচগুলো হেরেছি, সেখান থেকে কী শিখেছি। কোনগুলো সামনে ইমপ্লিমেন্ট করতে পারব। সত্যি বলতে, টেকনিক্যালি বা অভিজ্ঞতার দিক থেকে শ্রীলঙ্কার চেয়ে আমরা এগিয়ে আছি। তারপরও বলব যে, পার্টিকুলার দিনে যে ভালো খেলে সেই জিতবে।’
অতীত ভুলে জাহানারা বলছেন সামনে এগিয়ে যাওয়ার কথা, ‘এশিয়া কাপ জয়ের পর...২০১৮-তেও আমরা শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচ হেরেছিলাম। এদিক থেকে ওরা একটু এগিয়ে আছে। এক্সিপেরিয়েন্স ও স্কিলের দিক থেকে আমরা এগিয়ে আছি। আমার বিশ্বাস, ব্যাক অব দ্য মাইন্ড নেগেটিভ কিছু না রেখে, সামনে এগিয়ে যেতে চাই।’
এসএইচ/এএইচএস