কী কী ঘাটতি রয়েছে অর্জুন টেন্ডুলকারের? কেন এমন হলো
পর পর দুই ম্যাচে যেন দুই মেরুর পারফরম্যান্স দিলেন অর্জুন টেন্ডুলকার। হায়দারাবাদের বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসে দলকে জিতিয়েছিলেন। সেই অর্জুনই পাঞ্জাবের বিরুদ্ধে তিন ওভারে দিলে ৪৮ রান। তার মধ্যে এক ওভারেই ৩১ রান।
এখন কী করলে অর্জুনের বলের উন্নতি হবে তা নিয়ে অনেকেই পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও তার ব্যতিক্রম নন। অর্জুনের বোলিংয়ে যে ত্রুটি রয়েছে সেটা বলেছিলেন তিনিও।
টুইটারে চারটি চিত্র দিয়ে অর্জুনের বোলিং শোধরানোর উপায় বলে দিয়েছেন লতিফ। তার মতে, বল হাত থেকে বেরনোর সময় অর্জুনের সামনের পা ভাঙছে। হাঁটু মুড়ে যাচ্ছে। ফাস্ট বোলারদের ক্ষেত্রে যা একেবারেই কাম্য নয়। দ্বিতীয়ত, অর্জুনের নন-বোলিং আর্ম (এ ক্ষেত্রে ডান হাত) বল বাঁ হাত থেকে বেরনোর অনেক আগেই নীচে নেমে যাচ্ছে।
তৃতীয়ত, শরীরের যাবতীয় ওজন মাত্র এক দিকেই ব্যবহার করছেন অর্জুন। ফলে বল করার সময় কোনো ভারসাম্য থাকছে না এবং বল হাত থেকে বেরোলেও জোরালো হচ্ছে না। চতুর্থত, বল করার সময় অর্জুনের সামনে এবং পিছনের পা কোণাকুণি থাকছে। এ ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হচ্ছে তার।
চারটি উপায় বলে দিয়ে রশিদ লিখেছেন, ও অনেক তরুণ। তাই সব শোধরানোর জন্য ওর কাছে অনেক সময় রয়েছে।
এনএফ