রুমানাকে সতর্ক করতে যাচ্ছে বিসিবি
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ রুমানা আহমেদ। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত দল থেকে হঠাৎ করেই বাদ পড়েছেন এই ক্রিকেটার। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনও। অবশ্য তাদের দলে না থাকার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, সেটা মানতে নারাজ রুমানা।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রুমানা ও সালমার না থাকা নিয়ে বিসিবির নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম বলেন, সামনে অনেক বেশি ম্যাচ থাকায় ওয়ার্ক লোড কমাতেই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।
তবে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘নিশ্চিতভাবেই মনে হচ্ছে আমাকে বাদ দেওয়া হয়েছে। আপনি যখন কাউকে বিশ্রাম দেবেন অবশ্যই সেই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। যদিও এটা সম্পূর্ণভাবে তাদের (টিম ম্যানেজমেন্ট) ব্যাপার, তারা আমাকে কী দিয়েছে (বিশ্রাম নাকি বাদ) জানি না। কিন্তু তারা আমার সঙ্গে কথা বলেনি বলে এমন (বাদ পড়ার কথা) মনে হচ্ছে।’
অবশ্য রুমানার এমন মন্তব্যের কারণে মৌখিকভাবে তাকে সতর্ক করবে বোর্ড, এমনটি নিশ্চিত করেছেন শফিউল আলম চৌধুরি নাদেল। তিনি জানান, ' আমরা (রুমানাকে) ডাকব। যেহেতু প্রথমবারের মতো সে এই ধরনের কথা বলেছে তাই আপাতত তাকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হবে।'
এসএইচ/এফআই